আজকে আমরা দশম শ্রেনির একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আবহবিকার এর কতকগুলি ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব।

সর্বপ্রথম আবহবিকার বা Weathering শব্দটি ব্যবহার করেন জি.কে গিলবার্ট।
বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী , বিশেষ করে পশুপাখি ও মানুষ আবহবিকার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি ছাড়াও শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ঘটানোর ক্ষেত্রে অনেকসময় জীবজগৎ অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তাই আর-এক ধরনের আবহবিকার হল জৈব আবহবিকার।
আবহাওয়ার বিভিন্ন উপাদানের উপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীর দ্বারা শিলাস্তরের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে, সেই ঘটনাকে জৈব আবহবিকার বলে। এটি দুই ভাবে ঘটে, যথাঃ
আবহবিকারের ফলাফল হল-
উত্তর- মরু ও শুষ্ক।
(২) কোন প্রক্রিয়ায় চুনাপাথর দ্রবীভূত হয়।
উত্তর - কার্বনেশন।
(৩) লৌহ ঘটিত শিলায় মরচে পড়ে কেন ?
উত্তর -অক্সিডেশন।
(৪) নিরক্ষীয় অঞ্চলে কোন আবহবিকার বেশি দেখা যায়।
উত্তর - রাসায়নিক।
(৫) ক্ষয়ীভবন এর আগে শিলাস্তরে কি ঘটে ?
উত্তর - আবহবিকার।
(৬) কোন পাথরে লবণের কেলাস জনিত যান্ত্রিক আবহবিকার বেশি হয় ?
উত্তর -বেলে পাথর.।
(৭) আবহবিকার ও ক্ষয়ীভবন কে একত্রে কি বলে ?
উত্তর - নগ্নীভবন।
(৮) একটি মৃদভেদী প্রাণীর নাম লেখ ?
উত্তর - ইঁদুর।
(৯) তুহিন খন্ডীকরণ কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ?
উত্তর - মেরু অঞ্চলে।
(১০) পুঞ্জিত ক্ষয় কোন অঞ্চলে বেশি দেখা যায় ?
উত্তর - পাহাড়ি অঞ্চলে।
(১১) জারণ প্রক্রিয়া কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয় ?
উত্তর - অক্সিজেন।
(১২) কোন আবহবিকার এর ফলে শিলায় মরচে পড়ে ?
উত্তর - জারণ।
(১৩) সমসত্ব শিলায় কি ধরনের আবহবিকার হয় ?
উত্তর -শল্কমোচন।
(১৪) শল্কমোচন কোন ধরনের শিলায় বেশি লক্ষ্য করা যায় ?
উত্তর - গ্রানাইট।
(১৫) কোন আবহবিকার এর ফলে শিলার গাঠনিক উপাদানের পরিবর্তন ঘটে ?
উত্তর - রাসায়নিক।
(১৬) জৈব পদার্থের বিয়োজনে উৎপন্ন অ্যাসিড কে কি বলা হয়ে থাকে ?
উত্তর - হিউমিক অ্যাসিড।
(১৭) একটি সহজ দ্রাব্য শিলার উদাহরণ দাও ?
উত্তর - চুনাপাথর।
(১৮) চুনাপাথর গঠিত অঞ্চলে কি ধরনের আবহবিকার হয় ?
উত্তর - কার্বনেশন।
(১৯) আদ্র বিশ্লেষণ কোন ধরনের আবহবিকারের একটি প্রক্রিয়া ?
উত্তর - রাসায়নিক।
(২০)কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে ?
উত্তর - মরু ও মরুপ্রায় অঞ্চলে।
(২১) যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কি বলে ?
উত্তর -হিউমিফিকেশন।
(২২) আবহবিকার শব্দটি প্রথম ব্যবহার করেন কে ?
উত্তর - জি. কে. গিলবার্ট।
(২৩) লোহার সাথে অক্সিজেনের সংযোগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তাকে কি বলে ?
উত্তর - জারন বা অক্সিডেশন।
(২৪) পার্বত্য ঢালে ধাপ বা সোপান তৈরি করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলে ?
উত্তর -ধপচাষ।
(২৫) ভূমি শিলার বিদারণ প্রক্রিয়া কোন ধরনের আবহবিকার এর উদাহরণ ?
উত্তর - যান্ত্রিক আবহবিকার।
(২৬) শিলাস্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায় কোন ধরনের আবহবিকার ?
উত্তর - শল্কমোচন।
(২৭) মৃত্তিকা ক্ষয়ের ফলে নালিগুলি এর গভীরতা বৃদ্ধি পেয়ে প্রণালী সৃষ্টি হওয়াকে কী বলে ?
উত্তর - প্রণালী ক্ষয়।
(২৮) পর্বতের ঢালে আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলা চূর্ণ কি বলে ?
উত্তর - ট্যালাস।
(২৯) শিলাস্তরের চাপ হাস্য জনিত যান্ত্রিক আবহবিকার এর কারণে শিলা স্তর খন্ড-বিখন্ড হলে তাকে কি বলে ?
উত্তর - হিউমাস।
(৩০) শস্যের শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলে ?
উত্তর - মালচিং।
(৩১) কোন ধরনের আবহবিকারের ফলে মরুভূমিতে বিকেলের দিকে গুলির ছড়ার মতো শব্দ শুনতে পাওয়া যায় ?
উত্তর - ক্ষুদ্র কণা বিশারোন।
(৩২) অক্সিডেশন প্রক্রিয়ায় ফেরাস অক্সাইড কোন যৌগে রূপান্তরিত হয় ?
উত্তর - সোদক ফেরিক অক্সাইড।
(৩৩) যান্ত্রিক আবহবিকার এর অন্যতম মাধ্যম কি ?
উত্তর -উষ্ণতা।
(৩৪) হিউমাস সৃষ্টির পর্যায় টি হল ?
উত্তর -হিউমিফিকেশন.।
(৩৫) কাস্ট ভূমিরূপ যে আবহবিকার এর ফলে ঘটে তার নাম লেখ ?
উত্তর - অঙ্গার যোজন।
(৩৬) শীতল জলবায়ু দেখা যায় ?
উত্তর - যান্ত্রিক আবহবিকার।
(৩৭) বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় ?
উত্তর - রাসায়নিক অবহবিকার।
(৩৮) শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন যে অবহবিকারের ফলে ঘটে
, সেটা হলো ?
উত্তর - যান্ত্রিক আবহবিকার।
(৩৯) যান্ত্রিক ও রাসায়নিক উভয় আবহবিকার বেশি হয় কোন অঞ্চলে ?
উত্তর - উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে।
(৪০) ইয়োমা সৃষ্টির পর্যায়টি হলো ?
উত্তর - হিউমিফিকেশন।

আবহবিকার কাকে বলে ?
যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে ভূপৃষ্ঠএর উপরিভাগ ও তার নিকটবর্তী শিলা চূর্ণবিচূর্ণ কিংবা বিয়োজিত হয়ে ক্ষয়প্রাপ্ত অবস্থায় মূল শিলার ওওপরেই অবস্থান করে তাকে আবহবিকার বলে।সর্বপ্রথম আবহবিকার বা Weathering শব্দটি ব্যবহার করেন জি.কে গিলবার্ট।
বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী , বিশেষ করে পশুপাখি ও মানুষ আবহবিকার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আবহবিকার এর প্রকারভেদ
আবহবিকার প্রধানত তিনটি প্রকার । যথা-- ১. যান্ত্রিক
- ২. রাসায়নিক
- ৩. জৈবিক আবহবিকার
যান্ত্রিক আবহবিকার কাকে বলে ?
যান্ত্রিক আবহবিকার হল শিলার বাইরের রূপের পরিবর্তন, যেটা আমরা দেখে সহজেই বুঝতে পারি। উষ্ণতা, আর্দ্রতা, জীবজন্তু, উদ্ভিদ ইত্যাদির মাধ্যমে শিলার ক্ষয় হয় ও আকার-আকৃতির পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকেই আমরা যান্ত্রিক ভৌত আবহবিকার বলি।যান্ত্রিক আবহবিকার চার প্রকার,
- ১. শল্কমোচন
- ২. ক্ষুদ্রক্ণা বিশরণ
- ৩. তুহিন খণ্ডীকরণ
- ৪. প্রস্তরচাঁই খণ্ডীকরণ
রাসায়নিক আবহবিকার কাকে বলে ?
শিলা গঠিত হয় খনিজ উপাদান দ্বারা এবং সেগুলি আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।এই বিক্রিয়ার ফলে খনিজগুলির আকার, আয়তন, রং এর পরিবর্তন ঘটে।একেই রাসায়নিক আবহবিকার বলে।রাসায়নিক আবহবিকারের প্রকারভেদ
- ১. অঙ্গারযোজন
- ২. জলযোজন ইত্যাদি
- জৈবিক আবহবিকার কাকে বলে ?
আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি ছাড়াও শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ঘটানোর ক্ষেত্রে অনেকসময় জীবজগৎ অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তাই আর-এক ধরনের আবহবিকার হল জৈব আবহবিকার।
আবহাওয়ার বিভিন্ন উপাদানের উপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণীর দ্বারা শিলাস্তরের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে, সেই ঘটনাকে জৈব আবহবিকার বলে। এটি দুই ভাবে ঘটে, যথাঃ
- ১. উদ্ভিদের দ্বারা।
- ২. প্রাণীর দ্বারা।
আবহবিকারের ফলাফল:
যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার একসাথে কাজ করলেও এক এক জলবায়ুতে এক এক প্রকার আবহবিকারের প্রাধান্য দেখা যায় এবং সেই মতো তার ফলাফলও ঘটে থাকে। যেমন- মরু জলবায়ু অঞ্চলে ও মেরু জলবায়ু অঞ্চলে দিন ও রাতের উত্তাপের খুব বেশি ফারাকের জন্য যান্ত্রিক আবহবিকার বেশি কার্যকর হয়। অন্যদিকে, আর্দ্রতা ও প্রায় আর্দ্র জলবায়ুতে রাসায়নিক আবহবিকারের বেশি প্রাধান্য হয়।আবহবিকারের ফলাফল হল-
- ১. মৃত্তিকা সৃষ্টি
- ২. রেগোলিথ গঠন
- ৩. শিলায় ফাটল ও ভাঙন সৃষ্টি
- ৪. নদী, হিমবাহের দ্বারা ধসের সম্ভাবনা ঘটে
- ৫. শিলাখন্ড মূল ভূমি থেকে আলগা হয়ে যায়
- ৬. শিলাস্তুপে ক্ষয়
- ৭. ভূমির উচ্চতা কমে যায়
- ৮. শিলার বাইরের ও ভিতরের বৈশিষ্টের পরিবর্তন।
আবহবিকার অধ্যায়ের ১ নম্বরের প্রশ ও উত্তর
(১) শল্কমোচন কোন অঞ্চলে বেশি দেখা যায় ?উত্তর- মরু ও শুষ্ক।
(২) কোন প্রক্রিয়ায় চুনাপাথর দ্রবীভূত হয়।
উত্তর - কার্বনেশন।
(৩) লৌহ ঘটিত শিলায় মরচে পড়ে কেন ?
উত্তর -অক্সিডেশন।
(৪) নিরক্ষীয় অঞ্চলে কোন আবহবিকার বেশি দেখা যায়।
উত্তর - রাসায়নিক।
(৫) ক্ষয়ীভবন এর আগে শিলাস্তরে কি ঘটে ?
উত্তর - আবহবিকার।
(৬) কোন পাথরে লবণের কেলাস জনিত যান্ত্রিক আবহবিকার বেশি হয় ?
উত্তর -বেলে পাথর.।
(৭) আবহবিকার ও ক্ষয়ীভবন কে একত্রে কি বলে ?
উত্তর - নগ্নীভবন।
(৮) একটি মৃদভেদী প্রাণীর নাম লেখ ?
উত্তর - ইঁদুর।
(৯) তুহিন খন্ডীকরণ কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ?
উত্তর - মেরু অঞ্চলে।
(১০) পুঞ্জিত ক্ষয় কোন অঞ্চলে বেশি দেখা যায় ?
উত্তর - পাহাড়ি অঞ্চলে।
(১১) জারণ প্রক্রিয়া কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয় ?
উত্তর - অক্সিজেন।
(১২) কোন আবহবিকার এর ফলে শিলায় মরচে পড়ে ?
উত্তর - জারণ।
(১৩) সমসত্ব শিলায় কি ধরনের আবহবিকার হয় ?
উত্তর -শল্কমোচন।
(১৪) শল্কমোচন কোন ধরনের শিলায় বেশি লক্ষ্য করা যায় ?
উত্তর - গ্রানাইট।
(১৫) কোন আবহবিকার এর ফলে শিলার গাঠনিক উপাদানের পরিবর্তন ঘটে ?
উত্তর - রাসায়নিক।
(১৬) জৈব পদার্থের বিয়োজনে উৎপন্ন অ্যাসিড কে কি বলা হয়ে থাকে ?
উত্তর - হিউমিক অ্যাসিড।
(১৭) একটি সহজ দ্রাব্য শিলার উদাহরণ দাও ?
উত্তর - চুনাপাথর।
(১৮) চুনাপাথর গঠিত অঞ্চলে কি ধরনের আবহবিকার হয় ?
উত্তর - কার্বনেশন।
(১৯) আদ্র বিশ্লেষণ কোন ধরনের আবহবিকারের একটি প্রক্রিয়া ?
উত্তর - রাসায়নিক।
(২০)কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে ?
উত্তর - মরু ও মরুপ্রায় অঞ্চলে।
(২১) যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কি বলে ?
উত্তর -হিউমিফিকেশন।
(২২) আবহবিকার শব্দটি প্রথম ব্যবহার করেন কে ?
উত্তর - জি. কে. গিলবার্ট।
(২৩) লোহার সাথে অক্সিজেনের সংযোগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তাকে কি বলে ?
উত্তর - জারন বা অক্সিডেশন।
(২৪) পার্বত্য ঢালে ধাপ বা সোপান তৈরি করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলে ?
উত্তর -ধপচাষ।
(২৫) ভূমি শিলার বিদারণ প্রক্রিয়া কোন ধরনের আবহবিকার এর উদাহরণ ?
উত্তর - যান্ত্রিক আবহবিকার।
(২৬) শিলাস্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায় কোন ধরনের আবহবিকার ?
উত্তর - শল্কমোচন।
(২৭) মৃত্তিকা ক্ষয়ের ফলে নালিগুলি এর গভীরতা বৃদ্ধি পেয়ে প্রণালী সৃষ্টি হওয়াকে কী বলে ?
উত্তর - প্রণালী ক্ষয়।
(২৮) পর্বতের ঢালে আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলা চূর্ণ কি বলে ?
উত্তর - ট্যালাস।
(২৯) শিলাস্তরের চাপ হাস্য জনিত যান্ত্রিক আবহবিকার এর কারণে শিলা স্তর খন্ড-বিখন্ড হলে তাকে কি বলে ?
উত্তর - হিউমাস।
(৩০) শস্যের শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলে ?
উত্তর - মালচিং।
(৩১) কোন ধরনের আবহবিকারের ফলে মরুভূমিতে বিকেলের দিকে গুলির ছড়ার মতো শব্দ শুনতে পাওয়া যায় ?
উত্তর - ক্ষুদ্র কণা বিশারোন।
(৩২) অক্সিডেশন প্রক্রিয়ায় ফেরাস অক্সাইড কোন যৌগে রূপান্তরিত হয় ?
উত্তর - সোদক ফেরিক অক্সাইড।
(৩৩) যান্ত্রিক আবহবিকার এর অন্যতম মাধ্যম কি ?
উত্তর -উষ্ণতা।
(৩৪) হিউমাস সৃষ্টির পর্যায় টি হল ?
উত্তর -হিউমিফিকেশন.।
(৩৫) কাস্ট ভূমিরূপ যে আবহবিকার এর ফলে ঘটে তার নাম লেখ ?
উত্তর - অঙ্গার যোজন।
(৩৬) শীতল জলবায়ু দেখা যায় ?
উত্তর - যান্ত্রিক আবহবিকার।
(৩৭) বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় ?
উত্তর - রাসায়নিক অবহবিকার।
(৩৮) শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন যে অবহবিকারের ফলে ঘটে
, সেটা হলো ?
উত্তর - যান্ত্রিক আবহবিকার।
(৩৯) যান্ত্রিক ও রাসায়নিক উভয় আবহবিকার বেশি হয় কোন অঞ্চলে ?
উত্তর - উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে।
(৪০) ইয়োমা সৃষ্টির পর্যায়টি হলো ?
উত্তর - হিউমিফিকেশন।
0 Comments