আজকে আমারা নবম শ্রেণির ভূগোলের দুর্যোগ ও বিপর্যয় অধ্যায়ের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
(১) দুর্যোগ কি ?
উত্তরঃ প্রাকৃতিক কারণে সৃষ্টি যেসব ঘটনাবলী সমাজ জীবনের অবস্থার বিঘ্ন ঘটায় তাকে বলে দুর্যোগ ।
(২) বিপর্যয় কি ?
উত্তরঃ প্রাকৃতিক কারণে সৃষ্টি বহুদিন ধরে যে সকল ঘটনাবলী মানবজীবনকে বিঘ্নিত করে ও ধনসম্পত্তি ক্ষতি করে ও অন্য কারো সাহায্য ছাড়া প্রতিরোধ করা সম্ভব নয় তা হল বিপর্যয় ।
(৩) দুর্যোগের বৈশিষ্ট্য গুলি লেখ ?
উত্তর - দুর্যোগের বৈশিষ্ট্য গুলি হল -(১) দুর্যোগ একটি আকস্মিক ঘটনা দুর্যোগের আবির্ভাব হয় না । (২) প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানের মাধ্যমে প্রচলিত । (৩) এটি ছোট পরিসরে ঘটে এর বিস্তার ও কম । (৪) দুর্যোগ মানুষের জীবনযাপনকে ব্যাহত করে কিন্তু ব্যাপক ক্ষতি করে না । (৫) দুর্যোগ ও বিপর্যয়ের কারণ দুর্যোগের পথ ধরে বিপর্যয় আসে । (৬) এর ফলে প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের অনেক ক্ষতি হয় ।
প্রতিটা প্রশ্নের মান (১)
(১) ভারতে কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ গঠন করা হয়েছে কবে ?
উত্তর - ১৯৫৪ সালে ।
(২) ভূমিকম্পের দেশ বলা হয় কাকে ?
উত্তর - জাপানকে ।
(৩) পশ্চিমবঙ্গের ধস প্রবণ জেলা কোনটি ?
উত্তর - দার্জিলিং ।
(৪) ধস কোথায় বেশি লক্ষণীয় ?
উত্তর - পার্বত্য অঞ্চলে ।
(৫) একটি মানুষ সৃষ্ট চরম বিপর্যয়ের উদাহরণ দাও ?
উত্তর - পারমানবিক বোমা বিস্ফোরণ ।
(৬) একটি মানবসৃষ্ট দুর্যোগ কি ?
উত্তর - দাঙ্গা ।
(৭) ভূমি দাস এর জন্য দায়ী কে ?
উত্তর - সুনামি ।
(৮) ভারতের মোট জমির মধ্যে বন্যাপ্রবণ জমির পরিমাণ কত ?
উত্তর - ১১%
(৯) চীন জাপান প্রভৃতি দেশে ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তার নাম কি ?
উত্তর - টাইফুন ।
(১০) Tsunami এটি কোন শব্দ ?
উত্তর - জাপানি ।
(১১) ভূমিকম্পের একটি প্রাকৃতিক কারণ কি ?
উত্তর - পাতের চলন ।
(১২) সুনামি সৃষ্টির অন্যতম প্রধান কারণ কি ?
উত্তর - ভূমিকম্প ।
(১৩) পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কোন ধরনের বিপর্যয়ের অধিক লক্ষণ করা যায় ?
উত্তর - খরা ।
(১৪) একটানা বহুদিন বৃষ্টি না হলে কোন দুর্যোগ দেখা যায় ?
উত্তর - খরা ।
(১৫) একটি মানুষ সৃষ্ট বিপর্যয় এর নাম লেখ ?
উত্তর - যুদ্ধ ।
(১৬) দুর্যোগকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয় ?
উত্তর - তিন ভাগে ।
(১৭) অগ্নুৎপাত কোন ধরনের দুর্যোগ এর উদাহরণ ?
উত্তর - প্রাকৃতিক দুর্যোগ ।
(১৮) একটি ভুমিরুপ সংক্রান্ত বিপর্যয়ের উদাহরণ দাও ?
উত্তর - নদী পাড় ভাঙ্গন ।
(১৯) পাহাড়ি ঢালে উপযুক্ত ভূমি ব্যবহার কোন বিপর্যয় কে বাধা দেয় ?
উত্তর - ভূমিধস ।
(২০) বনভূমিতে বড় বড় গাছে ঘষা লেগে কোন প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত হয় ?
উত্তর - দাবানল ।
(২১) সাম্প্রতিক ভারতে ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড়ের নামকরণ ?
উত্তর - হুদহুদ ।
(২২) একটি ভূমি তান্ত্রিক বিপর্যয়ের উদাহরণ দাও ?
উত্তর - ভূমিকম্প ।
(২৩) দুর্যোগ ও বিপর্যয়ের ফলে সৃষ্ট অসহায় অবস্থাকে কি বলে ?
উত্তর - বিপন্নতা ।
(২৪) সুনামি সৃষ্টির অন্যতম প্রধান কারণ কি ?
উত্তর - ভূমিকম্প ।
(২৫) ভারতে অবস্থিত দুটি আগ্নেয়গিরির নাম লেখ ?
উত্তর - ব্যারেন ও নারকোনডাম ।

নবম শ্রেনি দুর্যোগ ও বিপর্যয় অধ্যায় প্রশ্ন উত্তর
(১) দুর্যোগ কি ?
উত্তরঃ প্রাকৃতিক কারণে সৃষ্টি যেসব ঘটনাবলী সমাজ জীবনের অবস্থার বিঘ্ন ঘটায় তাকে বলে দুর্যোগ ।
(২) বিপর্যয় কি ?
উত্তরঃ প্রাকৃতিক কারণে সৃষ্টি বহুদিন ধরে যে সকল ঘটনাবলী মানবজীবনকে বিঘ্নিত করে ও ধনসম্পত্তি ক্ষতি করে ও অন্য কারো সাহায্য ছাড়া প্রতিরোধ করা সম্ভব নয় তা হল বিপর্যয় ।
(৩) দুর্যোগের বৈশিষ্ট্য গুলি লেখ ?
উত্তর - দুর্যোগের বৈশিষ্ট্য গুলি হল -(১) দুর্যোগ একটি আকস্মিক ঘটনা দুর্যোগের আবির্ভাব হয় না । (২) প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানের মাধ্যমে প্রচলিত । (৩) এটি ছোট পরিসরে ঘটে এর বিস্তার ও কম । (৪) দুর্যোগ মানুষের জীবনযাপনকে ব্যাহত করে কিন্তু ব্যাপক ক্ষতি করে না । (৫) দুর্যোগ ও বিপর্যয়ের কারণ দুর্যোগের পথ ধরে বিপর্যয় আসে । (৬) এর ফলে প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের অনেক ক্ষতি হয় ।
প্রতিটা প্রশ্নের মান (১)
(১) ভারতে কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ গঠন করা হয়েছে কবে ?
উত্তর - ১৯৫৪ সালে ।
(২) ভূমিকম্পের দেশ বলা হয় কাকে ?
উত্তর - জাপানকে ।
(৩) পশ্চিমবঙ্গের ধস প্রবণ জেলা কোনটি ?
উত্তর - দার্জিলিং ।
(৪) ধস কোথায় বেশি লক্ষণীয় ?
উত্তর - পার্বত্য অঞ্চলে ।
(৫) একটি মানুষ সৃষ্ট চরম বিপর্যয়ের উদাহরণ দাও ?
উত্তর - পারমানবিক বোমা বিস্ফোরণ ।
(৬) একটি মানবসৃষ্ট দুর্যোগ কি ?
উত্তর - দাঙ্গা ।
(৭) ভূমি দাস এর জন্য দায়ী কে ?
উত্তর - সুনামি ।
(৮) ভারতের মোট জমির মধ্যে বন্যাপ্রবণ জমির পরিমাণ কত ?
উত্তর - ১১%
(৯) চীন জাপান প্রভৃতি দেশে ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তার নাম কি ?
উত্তর - টাইফুন ।
(১০) Tsunami এটি কোন শব্দ ?
উত্তর - জাপানি ।
(১১) ভূমিকম্পের একটি প্রাকৃতিক কারণ কি ?
উত্তর - পাতের চলন ।
(১২) সুনামি সৃষ্টির অন্যতম প্রধান কারণ কি ?
উত্তর - ভূমিকম্প ।
(১৩) পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কোন ধরনের বিপর্যয়ের অধিক লক্ষণ করা যায় ?
উত্তর - খরা ।
(১৪) একটানা বহুদিন বৃষ্টি না হলে কোন দুর্যোগ দেখা যায় ?
উত্তর - খরা ।
(১৫) একটি মানুষ সৃষ্ট বিপর্যয় এর নাম লেখ ?
উত্তর - যুদ্ধ ।
(১৬) দুর্যোগকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয় ?
উত্তর - তিন ভাগে ।
(১৭) অগ্নুৎপাত কোন ধরনের দুর্যোগ এর উদাহরণ ?
উত্তর - প্রাকৃতিক দুর্যোগ ।
(১৮) একটি ভুমিরুপ সংক্রান্ত বিপর্যয়ের উদাহরণ দাও ?
উত্তর - নদী পাড় ভাঙ্গন ।
(১৯) পাহাড়ি ঢালে উপযুক্ত ভূমি ব্যবহার কোন বিপর্যয় কে বাধা দেয় ?
উত্তর - ভূমিধস ।
(২০) বনভূমিতে বড় বড় গাছে ঘষা লেগে কোন প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত হয় ?
উত্তর - দাবানল ।
(২১) সাম্প্রতিক ভারতে ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড়ের নামকরণ ?
উত্তর - হুদহুদ ।
(২২) একটি ভূমি তান্ত্রিক বিপর্যয়ের উদাহরণ দাও ?
উত্তর - ভূমিকম্প ।
(২৩) দুর্যোগ ও বিপর্যয়ের ফলে সৃষ্ট অসহায় অবস্থাকে কি বলে ?
উত্তর - বিপন্নতা ।
(২৪) সুনামি সৃষ্টির অন্যতম প্রধান কারণ কি ?
উত্তর - ভূমিকম্প ।
(২৫) ভারতে অবস্থিত দুটি আগ্নেয়গিরির নাম লেখ ?
উত্তর - ব্যারেন ও নারকোনডাম ।