Header Ads Widget

Live

6/recent/ticker-posts

ষষ্ঠ শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ | Class 6 history model activity task part 2 .

আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণির ইতিহাস এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 2 .ষষ্ঠ শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট  ২ | Class 6 history model activity task part 2 .ষষ্ঠ শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ |


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো 


(১) নীচের শব্দগুলি সম্পর্কে একটি বাক্য লেখো(ক) হেমো ইরেকটাস কি ?

উত্তর:-

(১) হেমো ইরেকটাস প্রজাতির মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারত ।
(২) এরা দলবদ্ধভাবে গুহায় থাকতো ।
(৩) হেমো ইরেকটাস প্রজাতির মানুষরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল ।(খ) ভীমবেটকা কি ?

উত্তর:-

ভীমবেটকা মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকাই বেশকিছু গুহার খোঁজ পাওয়া গেছে । এই গুহা গুলোতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষরা থাকতো । গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে ।


(গ) সিটাডেল কি ?

উত্তর :-
হরপ্পার নগর গুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরের একটি উঁচু এলাকায় থাকতো প্রত্নতাত্ত্বিকরা তাদের সিটাডেল বলত ।


(২) আদিম মানুষ যাযাবর ছিল নিজের উত্তরের সপক্ষে তিনটি বাক্য লেখ।

উত্তর:-

আদিম মানুষ প্রথমদিকে কৃষিকাজ জানতো না তাই আদিম মানুষ খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত । আদিম মানুষ তারা যে পশু পালন করত তাদের খাবার সংগ্রহের জন্য যাযাবর জীবন করতে হতো ।


(৩) উপযুক্ত তথ্য দিয়ে দুটি সভ্যতার মধ্যে তুলনামূলক আলােচনা করাে ?

উত্তর :- 


মেহেরগড় হরপ্পা সভ্যতা
অবস্থানপাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে উত্তরে জম্মুর মণ্ডা থেকে দক্ষিণে গুজরাট ও কছো অঞ্চলে পশ্চিমে পাকিস্তানের বালুচিস্তান ও পূর্ব দিকে আলমজির পর্যন্ত বিস্তৃত ছিল
সময়কালখ্রিস্টপূর্ব 7000 থেকে 3800 অব্দ পর্যন্ত খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দ পর্যন্ত এই সভ্যতার সময়কাল
বৈশিষ্ট্য(১) মেহেরগড় সভ্যতার মানুষ ধাতুর ব্যবহার জানতো না, (২) মেহেরগড় সভ্যতার মানুষ কৃষি কাজ করতে জানতো , (৩) মেহেরগড় সভ্যতার মানুষরা কুমোরের চাকাই মাটির পাত্র বানানো কৌশল জানতো । (১) হরপ্পা কে তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় । (২) হরপ্পা একটি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল, (৩) সমস্ত নগর সমান ছিল না ।