তৃতীয় শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 1

নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১. খুব ভালাে বৃষ্টি হওয়ায় "সত্যি সোনা গল্পে কী ঘটল ?
উত্তর :- খুব ভালো বৃষ্টি হওয়ায়, অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হল,সত্যি কে যেন সােনা ঢেলে দিয়েছে মাঠে।
২. 'আমরা চাষ করি আনন্দে কবিতায় সকল ধরা কীভাবে হেসে ওঠে ?
উত্তর :- সকল ধরা অঘ্র্যানের সোনার রোদে এবং পূর্ণিমার চাঁদ এ হেসে উঠে ।
৩. নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু কীভাবে উচিত শিক্ষা পেলেন ?
উত্তর :- ডাক্তারবাবু স্টেশনে নেমে কুলি কুলি বলে চিৎকার করছিলেন । তখন একজন এসে তার মালপত্র নিয়ে পালকিতে তুলে দেয় ।তারপর ডাক্তার বাবু তার পারিশ্রমিক দিতে চাইলে,কুলি বলে পয়সা লাগবে না 'কেন পয়সা লাগবে না?' জিজ্ঞাসা করলে কুলিটি বলে সে ঈশ্বর চন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন। কুলি বললাে তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবু এভাবেই উচিত শিক্ষা পেল ।
৪. দেয়ালের ছবি' গল্পে বাঘ শিকারীকে সবশেষে কী বলেছিল ?
উত্তর :- দেয়ালের ছবি' গল্প সবশেষে বাঘ মুচকি হেসে শিকারি বলেছিল - ছবিটা যদি কোনো বাঘ আক্ত তাহলে অন্য রকম হতো ।
৫. সারাদিন' কবিতায় শিশুটির দিন কীভাবে কাটে ?
উত্তর :- সারাদিন' কবিতাটি সুনির্মল চক্রবর্তীর লেখা। এখানে শিশুটির সারাদিন নানা রকম ছবি আঁকতে আঁকতে কাটিয়ে দেয় ।
উত্তর :- দেয়ালের ছবি' গল্প সবশেষে বাঘ মুচকি হেসে শিকারি বলেছিল - ছবিটা যদি কোনো বাঘ আক্ত তাহলে অন্য রকম হতো ।
৫. সারাদিন' কবিতায় শিশুটির দিন কীভাবে কাটে ?
উত্তর :- সারাদিন' কবিতাটি সুনির্মল চক্রবর্তীর লেখা। এখানে শিশুটির সারাদিন নানা রকম ছবি আঁকতে আঁকতে কাটিয়ে দেয় ।