ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্ন এবং উত্তর সেট - 1

Activity 1
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
(i) নিরকক্ষরেখার মান - (23 1/2° / 0° / 66 1/2°)
উত্তর :- O°।
ii) পৃথিবী নিজের চারপাশে আবর্তন করে ( পূর্ব থেকে পশ্চিম / পশ্চিম থেকে পূর্বে)
উত্তর:- পশ্চিম থেকে পূর্বে।
iii) বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ (78/21/3) শতাংশ
উত্তর:- 21 শতাংশ।
iv) আন্টার্কটীকা মহাদেশ (কুমেরু / সুমেরু / নিরক্ষরেখার ) নিকটে অবস্থিত ।
উত্তর :- কুমেরুর নিকটে অবস্থিত।
v) পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়-(জলে/স্থলে/বাতাসে)
উত্তর :- জলে।
Activity 2
অতি সংক্ষিপ্ত উত্তর দাও ।
i) O° দ্রাঘিমারেখার অপর নাম কী ?
উত্তর :- মূলমধ্যরেখা।
ii) কে প্রথম মধ্যাকর্ষন দৈনিক টানের কথা বলেন।
উত্তর :- আইজ্যাক নিউটন ।
iii) পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ?
উত্তর :- প্রশান্ত মহাসাগর।
iv) আন্টর্কটিকায় একমাত্র স্থায়ী বাসিন্দা কারা ?
উত্তর :- পেঙ্গুইন , মেরু , ভাল্লুক ।
শূন্যস্থান পূরণ করো :
i) সময় গণণা করা হয়___________ রেখার সাহায্যে।
উত্তর :- দ্রাঘিমা রেখার সাহায্যে।
ii) পৃথিবীর পরিধি প্রায় _______________ কিমি।
উত্তর :- 40234 কিমি ।
iii) পৃথিবীর জলভাগের পরিমাণ _________ শতাংশ।
উত্তর :- 71 শতাংশ ।
iv) ___________ অঞ্চলের বাসিন্দা হল মেরু ভাল্লুক।
উত্তর :- মেরু ।
v) থার্মোস্ফিয়ারের পর বায়ুমন্ডলের স্তরটির নাম__________________ ।
উত্তর :- এক্সোস্ফিয়ার ।
নিচের প্রশ্নগুলির উত্তর দাও ।
i) নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় কেন ?
উত্তর :- বিষুব কথার অর্থ হলো সমান।
নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুই গোলার্ধে (উত্তর ও দক্ষিণ) ভাগ করে তাই নিরক্ষরেখাকে বিষুব রেখা বলে।
ii) পৃথিবীর আবর্তন গতি কাকে বলে ?
উত্তর:- পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা, এই সময়কে পৃথিবীর আবর্তন গতি বলে।
iii) ওজোনস্তরকে কেন পৃথিবীর রক্ষাকবচ বলা হয় ?
উত্তর:- সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মির হাত থেকে জীবকূলকে রক্ষা করে।
এই স্তর যদি না থাকলে উদ্ভিদ, প্রাণী সব বিলুপ্ত হয়ে যেত।
ওজোন স্তর না থাকলে জীবকুল ধ্বংস হয়ে যেত এই সব কারণে ওজোন স্তরকে রক্ষাকবচ বলা হয়।
উত্তর :- মূলমধ্যরেখা।
ii) কে প্রথম মধ্যাকর্ষন দৈনিক টানের কথা বলেন।
উত্তর :- আইজ্যাক নিউটন ।
iii) পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ?
উত্তর :- প্রশান্ত মহাসাগর।
iv) আন্টর্কটিকায় একমাত্র স্থায়ী বাসিন্দা কারা ?
উত্তর :- পেঙ্গুইন , মেরু , ভাল্লুক ।
Activity 3
শূন্যস্থান পূরণ করো :
i) সময় গণণা করা হয়___________ রেখার সাহায্যে।
উত্তর :- দ্রাঘিমা রেখার সাহায্যে।
ii) পৃথিবীর পরিধি প্রায় _______________ কিমি।
উত্তর :- 40234 কিমি ।
iii) পৃথিবীর জলভাগের পরিমাণ _________ শতাংশ।
উত্তর :- 71 শতাংশ ।
iv) ___________ অঞ্চলের বাসিন্দা হল মেরু ভাল্লুক।
উত্তর :- মেরু ।
v) থার্মোস্ফিয়ারের পর বায়ুমন্ডলের স্তরটির নাম__________________ ।
উত্তর :- এক্সোস্ফিয়ার ।
Activity 4
নিচের প্রশ্নগুলির উত্তর দাও ।
i) নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় কেন ?
উত্তর :- বিষুব কথার অর্থ হলো সমান।
নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুই গোলার্ধে (উত্তর ও দক্ষিণ) ভাগ করে তাই নিরক্ষরেখাকে বিষুব রেখা বলে।
ii) পৃথিবীর আবর্তন গতি কাকে বলে ?
উত্তর:- পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা, এই সময়কে পৃথিবীর আবর্তন গতি বলে।
iii) ওজোনস্তরকে কেন পৃথিবীর রক্ষাকবচ বলা হয় ?
উত্তর:- সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মির হাত থেকে জীবকূলকে রক্ষা করে।
এই স্তর যদি না থাকলে উদ্ভিদ, প্রাণী সব বিলুপ্ত হয়ে যেত।
ওজোন স্তর না থাকলে জীবকুল ধ্বংস হয়ে যেত এই সব কারণে ওজোন স্তরকে রক্ষাকবচ বলা হয়।