ষষ্ঠ শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 1

অধ্যায়
১. ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ।
২. ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১. আদিম মানুষের হাতিয়ারে বিবর্তনের একটি সচিত্র বর্ণনা দাও (৫০ / ৬০ টি শব্দে)।
উত্তর :- আদিম মানুষের ইতিহাসে,নতুন পাথরের যুগ । অনেক দিক থেকেই নতুন ছিল । পাথরের হাতিয়ার বানানাের কৌশল অনেক উন্নত হয়েছিল। নানান রকম পাথরের হাতিয়ার তৈরি করা শুরু হয়। পাশাপাশি ছোট পাথরের হাতিয়ার ও এসময় ব্যবহার করা হতো।এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষি কাজ দেখে। ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে । নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চরাতে ছেলে যা ঐ হাতিয়ার নিয়ে দল বেঁধে যেত ।
২. ধাতু, চাকা, আগুন এই তিনটির মধ্যে কোনটিকে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার বলে তুমি মনে করাে? (দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও)।
উত্তর :- আবিষ্কার বলে মনে হয় তার কারণ হলো আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে। একদিকে প্রচন্ড শীতের হাত থেকে মানুষকে বাচাত আগুন। পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয়। তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাস ও বদলে দিয়েছিল ।
৩. মনে করে তুমি প্রাচীনকালে হরপ্পা সভ্যতার গুরূত্বপূর্ণ শহর হরপ্পায় গেছো। সেখানে গিয়ে তুমি কী কী দেখাবে তার একটি চার্ট বানাও।
উত্তর:- ১ . বিশাল বড়ো একটি কূপ । ২. একটি ব্রোঞ্জের নারী মূর্তি । ৩ . নারীদের ব্যবহৃত গোয়না । ৪. মাটির গভীরে । ৫. বাটখারা , ইত্যাদি বস্তু ।
৪. নীচের কোন কোন কারণগুলি সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে উঠার জন্য প্রযােজ্য ছিল? (টিক চিহ্ন দাও)
ক) সিন্ধু নদী থেকে পানীয় জল পাওয়া যেত।
খ) সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিলাে।
(গ) সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হতো।
(ঘ) সিন্ধু নদী অববাহিকায় প্রচুর লােহা পাওয়া যেত।
উত্তর :- এই দুটি উত্তর হবে -
(খ) সিন্ধু নদীর তীরে মাটি উর্বর ছিলাে।
(গ) সিন্ধু নদী দিয়ে বাণিজ্য হতো।