অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 2

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামাে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারণগুলি তুমি কীভাবে ব্যাখ্যা করবে ?
উত্তর :- মোঘল সাম্রাজ্যের বিপর্জয়ের কারণ গুলি নিম্নরুপ -
১. ঔরঙ্গজেবের পরবর্তীকালে তেমন সুদক্ষ ও বিচক্ষণ মুঘল সম্রাট আবির্ভূত হতে পারেননি। ফলে এই দুর্বল উত্তরাধিকার সিংহাসনের স্থায়িত্বকাল ধীরে ধীরে কমিয়ে দিতে থাকে । ২. ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বল শাসন ব্যবস্থার জন্য বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং তাদের বিদ্রোহ গুলি মুঘলদের কেন্দ্রীয় শাসন এর ভিত দুর্বল করে দেয় । ৩, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান ছিল সে সময়ে সর্বাপেক্ষা ভ্রান্ত নীতি। কেননা ঔরঙ্গজেব সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত৷ অঞ্চল কে সুরক্ষার বন্ধনে আবদ্ধ না করে দাক্ষিণাত্য অভিযানে নির্গত হলে ওই পথ দিয়ে বিদেশি শক্তি দিল্লিতে আক্রমণের সুবিধা পেয় । ৪. অষ্টাদশ শতাব্দীর পরবর্তীকালে মুঘল সম্রাট আর কোনরূপ সামরিক সংস্কার পূর্ণ সুযােগ নিয়ে শিবাজী রাষ্ট্র ঘটাননি। ফলে মুঘলদের দুর্বল সেনাবাহিনীর শক্তি পারসিক নেতা নার্দিশা, আফগান নেতা আহমদ শাহ আবদালী দিল্লি আক্রমণ করে।
২. জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করাে।
উত্তর:- জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের পদক্ষেপগুলি নিম্নরূপ :-
১. জেমস রেনেল এর বাংলার নদীপথ জরিপ করা ,
২. আলাদা আলাদা 16 টি মানচিত্র তৈরি করে জরিপ করা,
৩. ইজারাদারি ব্যবস্থা,
৪. পাঁচশালা বন্দোবস্ত,
৫. মহলওয়ারি বন্দোবস্ত,
৬. রায়তওয়ারি বন্দোবস্ত,
৭. 10 সালা বন্দোবস্ত,
৮. চিরস্থায়ী বন্দোবস্ত ,
এছাড়া রাজস্ব দিতে না পারার জন্য আইন করেছিলেন সেটা হচ্ছে সূর্যস্ত আইন ।
৩. উপযুক্ত তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করো—
অধীনতামূলক মিত্রতা নীতি | সত্ববিলপ নীতি | |
---|---|---|
গর্ভনর জেনারেল | লর্ড ওয়েলেসলি | লর্ড ডালহৌসি |
সময়কাল | ১৭৯৯ | ১৮৫৬ |
প্রভাবিত রাজ্য | ১. হায়দ্রাবাদের নিজাম , ২ মারাঠা | ১.সাতারা , ২. ঝাঁশি |
মূলনীতি | মূল নীতি - ১ অধীনতামূলক মিন্ত চুক্তিতে স্বাক্ষরকারী ভারতীয় মিত্র রাজ্যকে কে কোম্পানি বৈদেশিক মন ও অভসরিন বিশ্ব থেকে রক্ষা করবে। ২ কোম্পানির বিনা অনুমতিতে স্বাক্ষরকারী রাজ্য কোনাে যুদ্ধ বিদ্রোহে জড়াতে পারবে না। | মূল নীতি -১. কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজার রাজার পুরো না থাকলে রাজারা দত্তক নিতে পারবেননা এবং সেই রাজা সরাসরি ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হবে। ২ দেশিও স্বাধীন রাজ্য গুলির সম্পর্কে কোম্পানি নিরপেক্ষ থাকবে |