আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 3
ষষ্ঠ শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 3

(1.1) মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন-- (চন্দ্রগুপ্ত মৌর্য/ বিন্দুসার/ অশোক)।
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য ।
(1.2) অশোকের আমলে সংঘটিত হয়েছিল-- (হিদাসপিসের যুদ্ধ/ মগধের যুদ্ধ/কলিঙ্গ যুদ্ধ)।
উত্তর :- কলিঙ্গ যুদ্ধ ।
(1.3) অর্থশাস্ত্র রচনা করেন-- (পুরু/কৌটিল্য/ বিন্দুসার)।
উত্তর :- কৌটিল্য ।
2) ক' স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখাে :
ক | খ |
---|---|
(i) আলেকজান্ডার | ম্যাসিডন |
(ii) চন্দ্রগুপ্ত মৌর্য | মগধ |
(iii) সম্রাট | সাম্রাজ্য |
3) নীচের বাক্যটি কোনটি ঠিক কোনটি ভুল লেখাে :
2.1 মগধের রাজধানী ছিল পাটলিপুত্র।
উত্তর :- ঠিক ।
2.2. অশােক জৈন ধর্মে দীক্ষা নেন।
উত্তর :- ভুল ।
2.3. প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য।
উত্তর :- ভুল ।
4) এক কথায় উত্তর দাও :
4.1 সাম্রাজ্য কী?
উত্তর :- সাম্রাজ্য বলতে বোঝায় একজন শাসনকর্তার অধীনস্থ সুবিশাল অঞ্চলকে যেখানে প্রচুর মানুষ একসঙ্গে বাস করে কোন একজন রাজা অন্য রাজ্যকে দখল করলে তার অধীনে বড় এলাকা বা সম্রাজ্য গড়ে ওঠে ।
4.2 মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উত্তর :- মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক ।
4.4 মৌর্য আমলে জেলা প্রশাসনকে কী বলা হত ?
উত্তর :- মৌর্য আমলে জেলা প্রশাসনকে' আহার ' বলা হতো ।