আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 1
তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 1

১. দাঁত ভালাে রাখতে কী কী অবশ্যই করা উচিত ?
উত্তর :- সঠিক নিয়ম দাঁত মাজতে হবে , কোনো কিছু খাবার পরেই ভালো করে কুলকুচি করতে হবে , যাতে কিছু দাঁতে আটকে না থাকে ।
রাতে ঘুমানোর আগে ভালোকরে ব্রাশ করে ঘুমোতে হবে ।
২. সাঁতারে আমাদের কী কী উপকার হয় ?
উত্তর :- খুব ভালো ব্যায়াম করা হয় । হাত পা নাড়া হয় । কোথাও ব্যাথা বেদনা হতে পারে না ।
হাড়ের জোড় সুস্থ থাকে ।
বার বার শ্বাস প্রশ্বাস নেওয়াই ফুসফুস ভালো থাকে ।
৩. খাবার খারাপ হয়ে যায় কী কী কারণে ?
উত্তর :-
১. খাবারে ছাতা পড়ে খাবার নষ্ট হয়ে যায় ।
২. ভ্যাপসা গরমে পচে যেতে পারে ।
৩. বাসি হয়ে খাবার ভিতরে ভিতরে পচে যেতে পারে ।
৪. আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকত কেন ?
উত্তর :-
২. ভ্যাপসা গরমে পচে যেতে পারে ।
৩. বাসি হয়ে খাবার ভিতরে ভিতরে পচে যেতে পারে ।
৪. আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকত কেন ?
উত্তর :-
১. সহজেই মাছ পাওয়া যায়,
২.সাপ, বাঘ ইত্যাদির হাত থেকে বাঁচতে,
৩.নদীর পাশের মাটি উর্বর হয় বলে,
৪.পশুপালনের সুবিধা থাকায়, আগেকার মানুষ নদীর কাছাকাছি যায়গায় থাকত।
২.সাপ, বাঘ ইত্যাদির হাত থেকে বাঁচতে,
৩.নদীর পাশের মাটি উর্বর হয় বলে,
৪.পশুপালনের সুবিধা থাকায়, আগেকার মানুষ নদীর কাছাকাছি যায়গায় থাকত।