আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 2
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে। কেন এমন হচ্ছে বলে তােমার মনে হয় ?
উত্তর :- ১. মানুষ জঙ্গল কাটার ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে।
২. বাঘের খাবার হরিণ,গরু ,শুয়োর এগুলো সংখ্যা কমে যাচ্ছে।
৩. চোরা শিকারীরা বাঘ শিকার করে তার চামড়া, নক আর এগুলাে বিক্রি করে ফেলছে।
২. বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলি কী কী ?
উত্তর :- বাতাসের অবাঞ্চিত উপাদান গুলো হলাে ধুলাে, বালির কণা,কয়লার গুঁড়ো, কলকারখানার ধোঁয়া, ছাই, দুর্গন্ধ ইত্যাদি।
৩. বালি ও জলের মিশ্রণ থেকে কীভাবে দুটিকে আলাদা করবে ?
উত্তর :- বালি ও জলের মিশ্রণ কে একটা পাত্রে স্থির করে কিছুক্ষণ রেখে দেব। ধীরে ধীরে দুই থেকে তিন ঘন্টা পরে দেখা যাবে যে বালির কণাগুলো তিথিয়ে পাত্রের তলায় জমা হয়েছে এবং পরিষ্কার জল তার উপরে আছে। পরে পরিষ্কার জল গুলোকে উঠিয়ে নিল আলাদা হয়ে যাবে
৪. দাঁত ভালাে রাখতে হলে আমাদের কী কী করা উচিত ?
উত্তর :-
উত্তর :- আমার প্রিয় ঋতুর নাম বসন্ত ঋতু।
১. বসন্ত ঋতুতে গাছের সুন্দর সুন্দর নতুন পাতা গজায় ও ফুল ফোটে।
২. বসন্ত ঋতুতে কোকিল হাওয়ায় দুলে দুলে
গান গায়।
চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 2

১. পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে। কেন এমন হচ্ছে বলে তােমার মনে হয় ?
উত্তর :- ১. মানুষ জঙ্গল কাটার ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে।
২. বাঘের খাবার হরিণ,গরু ,শুয়োর এগুলো সংখ্যা কমে যাচ্ছে।
৩. চোরা শিকারীরা বাঘ শিকার করে তার চামড়া, নক আর এগুলাে বিক্রি করে ফেলছে।
২. বাতাসের অবাঞ্ছিত উপাদানগুলি কী কী ?
উত্তর :- বাতাসের অবাঞ্চিত উপাদান গুলো হলাে ধুলাে, বালির কণা,কয়লার গুঁড়ো, কলকারখানার ধোঁয়া, ছাই, দুর্গন্ধ ইত্যাদি।
৩. বালি ও জলের মিশ্রণ থেকে কীভাবে দুটিকে আলাদা করবে ?
উত্তর :- বালি ও জলের মিশ্রণ কে একটা পাত্রে স্থির করে কিছুক্ষণ রেখে দেব। ধীরে ধীরে দুই থেকে তিন ঘন্টা পরে দেখা যাবে যে বালির কণাগুলো তিথিয়ে পাত্রের তলায় জমা হয়েছে এবং পরিষ্কার জল তার উপরে আছে। পরে পরিষ্কার জল গুলোকে উঠিয়ে নিল আলাদা হয়ে যাবে
৪. দাঁত ভালাে রাখতে হলে আমাদের কী কী করা উচিত ?
উত্তর :-
১. প্রতিদিন দিনে দুইবার ব্রাশ করতে হবে, একবার ঘুম থেকে উঠে এবং আরেকবার রাতে ঘুমাতে যাওয়ার আগে।
২. যেকোনাে খাবার খাওয়ার পর ভালো করে কুলকুচি করতে হবে।
৫. তােমার প্রিয় ঋতুর নাম ও ঋতুর দুটি বৈশিষ্ট্য লেখাে।
২. যেকোনাে খাবার খাওয়ার পর ভালো করে কুলকুচি করতে হবে।
৫. তােমার প্রিয় ঋতুর নাম ও ঋতুর দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর :- আমার প্রিয় ঋতুর নাম বসন্ত ঋতু।
১. বসন্ত ঋতুতে গাছের সুন্দর সুন্দর নতুন পাতা গজায় ও ফুল ফোটে।
২. বসন্ত ঋতুতে কোকিল হাওয়ায় দুলে দুলে
গান গায়।