আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 3
১. নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
ক) ৫/৫ অংশ = কত অংশ ?
উত্তর :- ১ অংশ
খ) ১/৭ অংশ + ৫/৭ অংশ = কত অংশ ?
উত্তর :- ১/৭ + ৫/৭
= ১ + ৫/ ৭
= ৬/৭ অংশ
২. ফাকা ঘর পূরণ করাে :
ক) উত্তর :- ছবিতে ফাঁকা অংশ হলাে = ৫/৬ অংশ
খ) ৩/৫ অংশ - ১/৫ অংশ = কত অংশ
উত্তর :- ৩/৫ - ১/৫
= ৩-১ / ৫
= ২/৫ অংশ
৩. <,> চিহ্ন বসাও।
ক) উত্তর :- ৩/৭ = ২/৭
খ) উত্তর :- ১ মিটার > ১ সেন্টিমিটার
৪. ফাকা ঘর পূরণ করাে :
ক) ৬ মিটার ৩০ সেমি, = ৬ × ১০০ সেমি + ৩০ সেমি
= ৬০০ সেমি + ৩০ সেমি
= ৬ মিটার ৩০ সেমি
খ) সুবলের বাগানে একটি ৪ কিগ্রা, ৬০০ গ্রাম-এর কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়াের ৮০০ গ্রাম রাবেয়াকে, ১কিগ্রা, ২৫০ গ্রাম আমাকে ও ৬৫০ গ্রাম সুজনকে দিল। এখনও কত ওজনের কুমড়াে সুবলের কাছে পড়ে রইল তা হিসাব করে লেখাে।
উত্তর :- সুবল , রবেয়া আমাকে ও সুজন কে মোট কুমড়ো দিয়েছে -
= ৮০০ গ্রাম + ১ কিগ্রা ২৫০ গ্রাম + ৬০০ গ্রাম
= ৮০০ গ্রাম + ১০০০ গ্রাম + ২৫০ গ্রাম + ৬৫০ গ্রাম
= ২৭০০ গ্রাম
সুবলের কাছে কুমড়ো আছে ,
= (৪ কিগ্রা ৬০০ গ্রাম - ২৭০০) গ্রাম
= (৪×১০০০+৬০০-২৭০০) গ্রাম
= ৫৬০০-২৭০০ গ্রাম
= ১৯০০ গ্রাম
চতুর্থ শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 3

ক) ৫/৫ অংশ = কত অংশ ?
উত্তর :- ১ অংশ
খ) ১/৭ অংশ + ৫/৭ অংশ = কত অংশ ?
উত্তর :- ১/৭ + ৫/৭
= ১ + ৫/ ৭
= ৬/৭ অংশ
২. ফাকা ঘর পূরণ করাে :
ক) উত্তর :- ছবিতে ফাঁকা অংশ হলাে = ৫/৬ অংশ
খ) ৩/৫ অংশ - ১/৫ অংশ = কত অংশ
উত্তর :- ৩/৫ - ১/৫
= ৩-১ / ৫
= ২/৫ অংশ
৩. <,> চিহ্ন বসাও।
ক) উত্তর :- ৩/৭ = ২/৭
খ) উত্তর :- ১ মিটার > ১ সেন্টিমিটার
৪. ফাকা ঘর পূরণ করাে :
ক) ৬ মিটার ৩০ সেমি, = ৬ × ১০০ সেমি + ৩০ সেমি
= ৬০০ সেমি + ৩০ সেমি
= ৬ মিটার ৩০ সেমি
খ) সুবলের বাগানে একটি ৪ কিগ্রা, ৬০০ গ্রাম-এর কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়াের ৮০০ গ্রাম রাবেয়াকে, ১কিগ্রা, ২৫০ গ্রাম আমাকে ও ৬৫০ গ্রাম সুজনকে দিল। এখনও কত ওজনের কুমড়াে সুবলের কাছে পড়ে রইল তা হিসাব করে লেখাে।
উত্তর :- সুবল , রবেয়া আমাকে ও সুজন কে মোট কুমড়ো দিয়েছে -
= ৮০০ গ্রাম + ১ কিগ্রা ২৫০ গ্রাম + ৬০০ গ্রাম
= ৮০০ গ্রাম + ১০০০ গ্রাম + ২৫০ গ্রাম + ৬৫০ গ্রাম
= ২৭০০ গ্রাম
সুবলের কাছে কুমড়ো আছে ,
= (৪ কিগ্রা ৬০০ গ্রাম - ২৭০০) গ্রাম
= (৪×১০০০+৬০০-২৭০০) গ্রাম
= ৫৬০০-২৭০০ গ্রাম
= ১৯০০ গ্রাম