আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 3
অষ্টম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 3

১.
ক) শূন্যস্থানে সঠিক শব্দটি বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করাে :
i) সারাবছর প্রবল উষ্ণতাজনিত কারণে যে চাপবলয়টি গঠিত হয়েছে, সেটি হলাে_____.
উত্তর :- নিরক্ষীয় নিম্নচাপ বলয় ।
ii) স্থানীয়ভাবে বায়ুর চাপগত পার্থক্যের জন্য যে প্রবল শক্তিজনিত বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, তা হলাে_____.
উত্তর :- ঘুর্ণবাত ।
খ) বামদিকের স্তম্ভের শব্দগুচ্ছের সাথে ডানদিকের স্তম্ভের শব্দগুচ্ছকে মেলাও
বামদিক | ডানদিক |
---|---|
i) অশ্ব অক্ষাংশ | d) কর্কটীয় শান্তবলয় |
ii) চিনুক | a) রকি পার্বত্য অঞ্চল |
ii) উপত্যকা বায়ু | b) বৈপরীত্য উত্তাপ |
iv) পশ্চিমা বায়ু | c) গর্জনশীল চল্লিশা |
উত্তর :- পৃথিবী পৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে সমধর্মী বায়ুস্তর প্রায় হাজার কিলােমিটার জুড়ে পুরাে পৃথিবী কে কয়েকটি বলেয়ের আকারে বেষ্টন করে আছে, একে বলে বায়ুর চাপ বলয়।
৩. প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন ?
উত্তর :- প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে থাকে বায়ুর উচ্চচাপ এবং সেই বায়ু ধীরে ধীরে তার চারপাশের নিম্নচাপ অঞ্চলের দিকে যেতে থাকে এবং তাই প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে কোন ঝড়াে হাওয়া প্রভাবিত হয়না বলে শান্ত থাকে ।
৪. পৃথিবীর দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কী ?
উত্তর :- মেরু অঞ্চলের তাপমাত্রা প্রায় সবসময় হিমাঙ্কের নিচে থাকে তাই সবসময় মেরু অঞ্চলে উচ্চচাপ বলয় সৃষ্টি করেছে।
৫. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর দুটি ছবি অঙ্কন করে বায়ুপ্রবাহের গতিপথ চিহ্নিত করাে।
উত্তর :-