প্রশ্নের মান - ১
1.ভারতসভার প্রাণপুরুষ কে ছিলেন ?
উত্তরঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
2.'রাষ্ট্রগুরু নামে অভিহিত কে হন?
উত্তরঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
3.কার বিরুদ্ধে কবে রংপুর বিদ্রোহ শুরু হয়?
উত্তর:- 1783 সালে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে।
4. হিন্দুমেলা প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ- নবগোপাল মিত্র।
5. কোন গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের কথা রয়েছে?
উত্তরঃ- 'আনন্দমঠ-এ।
6. বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন?
উত্তরঃ- স্বামী বিবেকানন্দ।
7.চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল?
উত্তরঃ- মেদিনীপুরে।
8. আনন্দমঠ' গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
9.কোন গ্রন্থে বন্দেমাতরম সংগীতটি দেখা যায়?
উত্তরঃ- আনন্দমঠ-এ।
10. ভারতমাতার চিত্র টি কার অমর সৃষ্টি?
উত্তরঃ- অবনীন্দ্রনাথ ঠাকুর।
11. চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তরঃ- দুর্জন সিং।
12. কোল বিদ্রোহ কখন হয়েছিল?
উত্তরঃ- ১৭৩১-৩২ খ্রিস্টাব্দে।
13. জমিদারি সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- দ্বারকানাথ ঠাকুর।
14. 'দ্যমিন ই-কোহ কথার অর্থ কী?
উত্তর:- পাহাড়ের প্রান্তদেশ।
15. 'বাংলার নানাসাহেব' কাকে বলা হয়?
উত্তর:- রামরতন মল্লিককে।
16. চুয়াড় বিদ্রোহের নেতার নাম লেখ ?
উত্তর :- শিরোমণি প্রমুখ , দুর্জন সিং ,জগন্নাথ সিংহ।
17. ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ- হাজি শরিয়তউল্লাহ।
18. ওয়াহাবি কথার অর্থ কী?
উত্তরঃ- নবজাগরণ।
19. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- শিশির কুমার ঘােষ।
20. ল্যান্ড-হােল্ডারস অ্যাসােসিয়েশন এর অপর নাম কী?
উত্তরঃ- জমিদার সভা।
21. 'উলগুলান' শব্দের অর্থ কী?
উত্তর:- উলগুলান শব্দের অর্থ হল—বিরাট তােলপাড়।
22. বিরসা কবে মারা যান?
উত্তর :- বিরসা ১৯০০ খ্রিস্টাব্দে মারা যান।
23. সন্ন্যাসি বিদ্রোহের সূচনা কোথায় হয়?
উত্তর :- সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় ঢাকায়।
24. ফরাজি কথাটির অর্থ কী?
উত্তর :- ইসলাম নির্দিষ্টবাধ্যতামূলক কর্তব্য।
25. 'তারিকা-ই-মহম্মদীয় কথার অর্থ কী?
উত্তর :- মহম্মদ প্রদর্শিত পথ।
26. 'দাদন' কথার অর্থ কী?
উত্তর :- অগ্রিম অর্থ।
27. 'বিপ্লব'কী?
উত্তর:- অনেক দিন ধরে প্রচলিত কোনাে অবস্থার আমূল পরিবর্তনকে বলা হয় বিপ্লব।
28. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ।
উত্তর:- বুদ্ধভগত ও জোয়াভগত।
29. দিকু কারা?
উত্তর :- বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা 'দিকু বলে ডাকত
30. সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল?
উত্তর:- শাল গাছের ডাল।
31. 'ধরতির আব্বা' কাকে বলা হয়?
উত্তর:- বিরসা মুন্ডা।
32. পাবনা বিদ্রোহের একজন নেতার নাম লেখাে।
উত্তর:- ঈশানচন্দ্র রায়।
33. নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখাে।
উত্তর:- দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস।
34. সাঁওতাল বিদ্রোহ কোথায় শুরু হয়?
উত্তর:- ভাগনাডিহির মাঠে।
35. কে সন্ন্যাসী - ফকির বিদ্রোহকে 'পেশাদার ডাকাতদের উপদ্রব' বলেছেন?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস।
36. তিতুমীরের গোয়েন্দা বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর:- মিসকিন শাহ।
37. তিতুমিরের সেনাপতি কে ছিলেন?
উত্তর:- গোলাম মাসুম।
38. রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর:- নুরুলউদ্দিন।
39. করম শাহ কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?
উত্তর:- পাগলাপন্থী বিদ্রোহের সঙ্গে।
40. ভারতীয় অরন্য আইন কবে পাস হয়?
উত্তর:- ১৮৬৫ খ্রিস্টাব্দে।
41. 'হুল' কথার অর্থ কি ?
উত্তর:- বিদ্রোহ।
42. ভবানী পাঠক কে ছিলেন?
উত্তর:- সন্ন্যাসী- ফকির বিদ্রোহের নেতা ছিলেন।
43. উলগুলান কথার অর্থ কি?
উত্তর:- বিরাট বিশৃঙ্খলা ।
44. কে মেদিনীপুরের "লক্ষীবাঈ " নামে পরিচিত ?
উত্তর:- রাণী শিরােমণি।
45. রংপুর বিদ্রোহের কৃষকরা কার বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণা করে?
উত্তর:- রংপুরের রাজস্ব ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে।
46. দুর্জন সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর:- চুয়াড় বিদ্রোহের।
47. ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল ?
উত্তর:- মহারাষ্ট্রের খান্দেশ অঞ্চলে।
48. ভীল বিদ্রোহের একজন নেতার নাম লেখাে।
উত্তর:- শিউরাম।
49. ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
উত্তর:- আব্দুল ওয়াহাব।
50. গোবর্ধন দিকপতি কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর:- চুয়াড় বিদ্রোহের নেতা
51. সাউকারদের বিরুদ্ধে কারা বিদ্রোহ করেছিল ?
উত্তর:- ভীলরা।
52. কোলরা কোথায় প্রথম বিদ্রোহ ঘােষণা করেন?
উত্তর:- রাঁচিতে।
53. সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর:- কোল বিদ্রোহের নেতা ছিলেন।
54. পাকুরের রাজবাড়ী কোন বিদ্রোহের সাথে যুক্ত ?
উত্তর:- সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত।
55. টিপু শাহ কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর:- পাগলাপন্থী বিদ্রোহের নেতা ছিলেন।
56. কোন বিখ্যাত উপন্যাসে সন্ন্যাসী- ফকির বিদ্রোহের কথা রয়েছে?
উত্তর:- আনন্দমঠ উপন্যাসে।
57. দেবী চৌধুরানী ও ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর:- সন্ন্যাসী- ফকির বিদ্রোহের নেতা ছিলেন।
58. ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- সৈয়দ আহমেদ।

উত্তর:- মির নিসার আলী।
60. তিতুমীরের প্রধান মন্ত্রী কে ছিলেন ?
উত্তর:- মৈনুদ্দিন মতভেদে মুইজউদ্দিন বিশ্বাস ।
61. দুদু মিঞার আসল নাম কি ছিল ?
উত্তর:-মহম্মদ মুহসিনুদ্দিন আহম্মদ।
62. কবে নীল কমিশন গঠিত হয়?
উত্তর:- ৩০ মার্চ, ১৮৬০ খ্রিস্টাব্দে।
63. "বাংলার ওয়াট টাইলার "কাদের বলা হয় ?
উত্তর:- বিষ্ণুচরন বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কে।
64. বিদ্রোহী রাজা কাকে বলা হয়?
উত্তর:- ঈশানচন্দ্র রায় কে।
65. খুঁৎকাঠি প্রথা কাদের সমাজে প্রচলিত ছিল ?
উত্তর:- মুন্ডা সমাজে।
66. রংপুরের ইজারাদার কে ছিলেন?
উত্তর:- দেবী সিংহ।
67. রংপুর স্বাধীন সরকারের নবাব কে ছিলেন?
উত্তর:- নুরুলউদ্দিন।
68. কোন বিদ্রোহে কৃষকরা 'ডিং খরচা নামে চাঁদা আদায় করত ?
উত্তর:- রংপুর।
69. প্রথম পর্বের চূড়ায় বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
উত্তর:- জগন্নাথ সিংহ।
70. বুদ্ধু ভগত ও জোয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর:- কাল বিদ্রোহের।
71. সিধু ও কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর:- সাঁওতাল।
72. সাঁওতাল বিদ্রোহ কি নামে পরিচিত ?
উত্তর:- হল।
73. মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত ?
উত্তর:- উলগুলান।
74. মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানাকে কি বলা হত?
উত্তর:- খুঁতকাঠি প্রথা।
75. ঔপনিবেশিক শােষণের বিরুদ্ধে ভারতে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহের নাম কি?
উত্তর:- সন্ন্যাসী ও ফকির বি
76. বারাসাত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর:- তিতুমীর।
77. বাংলায় তরিকা ই মোহাম্মদিয়া ভাবধারা কে প্রচার করেন?
উত্তর:- তিতুমীর।
78. প্রথম কোথায় পাবনা বিদ্রোহ শুরু হয়?
উত্তর:- ইউসুফশাহী পরগনায়।
79. কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন?
উত্তর:- 1793 সালে লর্ড কর্ণওয়ালিস।
80. ভয়েলকার কে ছিলেন?
উত্তর:- জার্মান কৃষিবিদ।
81. কার প্রচেস্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়?
উত্তর:- দিয়েক্রিখ ব্র্যান্ডিস।
82. বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবসীদের শায়েস্তা করতে সরকার কোন আইন পাশ করেন?
উত্তর:- ক্রিমিনাল ট্রাইব আইন।
83. কোল বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তর:- 1831-32 সালে।
84. কোল বিদ্রোহী দের উপর ব্রিটিশ বাহিনীর আক্রমণ কে নেতৃত্ব দেন?
উত্তর:- ক্যাপটেন উইলকিনসন।
85. কেনারাম বাটখারা কি কাজে ব্যবহার করা হত?
উত্তর:- পণ্য কেনার জন্য ব্যবহার করা হত।
86. বেচারাম নামে বাটখারা কি কাজে ব্যবহার করা হত?
উত্তর:- পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হত।
87. বিদ্রোহের আগে সাঁওতাল কৃষকদের কোন ধর্মে দিখিত করার চেষ্টা হত ?
উত্তর:- স্রিষ্ট ধর্মে।
88. সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়?
উত্তর:- 1855 সালে।
89. কালাে প্রামাণিক ও ডােমন মাঝি কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর:- সাঁওতাল বিদ্রোহের।
90. বিরাসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন?
উত্তর:- সিং বােঙ্গা অর্থাৎ সূর্য দেবতা।
91, তিতুমীরের প্রকৃত নাম কি?
উত্তর:- মীর নিশার আলি।
92. টিপু শাহ কোন আন্দোলনের নেতা ছিলেন?
উত্তর:- পাগলপন্থী।
93. তিতুমীরের অনুগামীরা নিজেদেরকে কি নামে অভিহিত করেন?
উত্তর:- হেদায়েতি।
94. কোন সংবাদপত্রের সম্পাদক নীলচাষিদের সবচেয়ে বেশি সহয়তা করেছেন?
উত্তর:- হিন্দু প্যাট্রিয়ট।
95. কে 'বিশে ডাকাত' নামে পরিচিত?
উত্তর:- নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ সর্দার।
96. কবে কৃত্রিম নীল আবিষ্কৃত হয় ?
উত্তর:- 1898 সালে।
97. কোল বিদ্রোহ কোন অঞ্চলে প্রসার লাভ করে?
উত্তর:- সিংভূম, মানভূম হাজারীবাগ ও পলামৌ জেলায়।
98. সাঁওতাল বিদ্রোহের আগে আদিবাসী সাঁওতালরা কোন কোন অঞ্চলে বসবাস করত ?
উত্তর:- ছােটোনাগপুর পালামৌ মানভূম বীরভূম বাঁকুড়া।
99. কোল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন?
উত্তর:- বুদ্ধ ভগত জোয়া ভগত, সিংরাই ঝিরাই মানকি সুই মুন্ডা।
100. সাঁওতাল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে?
উত্তর:- বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
101.সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে কারা নেতৃত্ব দেন?
উত্তর:- ভবানী পাঠক চিরাগ আলি মজনু শাহ।
102.কোন কোন অঞ্চলে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রসার ঘটে ?
উত্তর:- বাংলার নাটোর রংপুর জলপাইগুড়ি মেদিনীপুর বীরভূম প্রভৃতি জেলায়।
103.তিতুমীর কোথায় জন্মগ্রহন করেন?
উত্তর:-উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থানার হায়দারপুর গ্রামে।
104.তিতুমীর কোথায় তার সরকারের সদর দপ্তর প্রতিষ্ঠা করেন?
উত্তর:- নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে সেখানে তার সদর দপ্তর প্রতিষ্ঠা করেন।
105.কারা কবে প্রথম নীল বিদ্রোহের সূচনা করেন?
উত্তর:- 1859.সালে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস।
106.নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পরে?
উত্তর:- নদিয়া , যশােহর , খুলনা , ফরিদপুর, মুর্শিদাবাদ , রাজশাহী , মালদা,দিনাজপুর।