দশম শ্রেণির ভূগোল ভারত অধ্যায়ের সমস্ত SAQ
প্রশ্নের মান - 11. তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলা হয় ?
উত্তর :- উপদ্বীপ ।
2. রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় ?
উত্তর :- 1953 সালে
3. ভারতের বৃহত্তম উপহ্রদ এর নাম কি
উত্তর:- চিলকা
4. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি
উত্তর:- কারাকোরাম
5. নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত
উত্তর:- পশ্চিম হিমালয় / কাশ্মীর হিমালয়
6. থর মরুভূমির চলমান বালিয়াড়ি গুলিকে কি বলে
উত্তর:- ধ্রিয়ান
7. হিমালয় কথাটির অর্থ কি
উত্তর:-বরফের গৃহ
8. বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি
উত্তর :- কাঞ্চনজঙ্ঘা
9. ভারতের বৃহত্তম কয়াল কোনটি
উত্তর:- ভেমবানাদ
10. তাল কথার অর্থ কি
উত্তর:- হ্রদ বা জলাভূমি
11. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি
উত্তর:- উলার
12. ভারতের দীর্ঘতম নদী বাঁধ টির নাম কি
উত্তর:- হিরাকুদ
13. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি
উত্তর :- গোদাবরী
14. মেঘনা কোন দুটি নদীর মিলিত প্রবাহ
উত্তর:- যমুনা ও পদ্মা
15. পবিত্র নদী রূপে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে
উত্তর :- কাবেরী
16. প্রধানত কোন বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে
উত্তর:- মৌসুমী
17. ভারতের জলবায়ু কি প্রকৃতির
উত্তর:- ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির
18. মৌসিম শব্দের অর্থ কি
উত্তর:- ঋতু
19. মৌসুমী কথাটি প্রথম কে ব্যবহার করেন
উত্তর:-মিশরের নাবিক হিপলাস
20. MONEX এর পুরো কথা কি
উত্তর :- Monsoon Experiment
21. ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত
উত্তর :- নিউ দিল্লি
22. কোন মৃত্তিকা ভারতে কার্পাস চাষের পক্ষে আদর্শ
উত্তর :- কালো মাটি
23. কোন মাটিতে পাট চাষ ভালো হয়
উত্তর :- পলি মৃত্তিকা
24. ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়
উত্তর:- মালভূমি অঞ্চলে
25. কোন মাটির গঠন মৌচাকের মতো
উত্তর:- ল্যাটেরাইট মাটির

26. কিসের পরিমাণ বেশি থাকার জন্য মাটির রং কালো হয়
উত্তর:- জৈব পদার্থ
27. ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখ
উত্তর:- সুন্দরবন
28. পাইন ফার কি ধরনের উদ্ভিদ
উত্তর:- সরলবর্গীয়
29. বিশ্ব অরণ্য দিবস
উত্তর :- 21 মার্চ
30. বিশ্ব পরিবেশ দিবস কবে
উত্তর:- 5 জুন
31. দুটি প্রধান খাদ্য ফসলের নাম লেখ
উত্তর:- ধান ও গম
32. আউশ ধান কি ধরনের শস্য
উত্তর:- জায়িদ শস্য
33. ওলেরি কালচার কি
উত্তর:- শাকসবজির চাষ
34. পাহাড়ের ঢালু জমিতে কিসের চাষ ভালো হয়
উত্তর :- চা ও কফি
35. বল উইভিল কি
উত্তর:- কার্পাসের পোকা
36. ভারতীয় টি বোর্ড কোথায়
উত্তর :- কলকাতায়
37. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়
উত্তর:- বেঙ্গালুরু
38. কোন শিল্পকে শিল্পের শিল্প বলে
উত্তর:- মোটর গাড়ি নির্মাণ শিল্প
39. পশ্চিমবঙ্গের কোথায় অ্যালয় ইস্পাত উৎপাদিত হয়
উত্তর:- দুর্গাপুরে
40. পশ্চিমবঙ্গের একটি মোটর গাড়ি নির্মাণ শিল্প অঞ্চলের নাম লেখ
উত্তর:-হিন্দমোটর
41. ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পের নাম কি
উত্তর :- কার্পাস বয়ন শিল্প
42. কত বছর অন্তর ভারতের জনগণনা হয়
উত্তর :- 10 বছর
43. কাকে ভারতের জাতীয় জীবন রেখা বলা হয়
উত্তর:- রেলপথ কে
44. কত সালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়
উত্তর:-1853 সালে
45. ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি
উত্তর :- উত্তর রেলপথ
46. কোন রেলপথ কে ইস্পাত রেলপথ বলে
উত্তর :- দক্ষিণ-পূর্ব রেলপথকে ।
47. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি
উত্তর :- কারাকোরাম
48. City of Spices নামে কোন শহর পরিচিত
উত্তর :- কোজিকোড
49. পশ্চিম হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ গুলি কে কি বলে
উত্তর :- তাল বলে
50. DVC কোন নদী পরিকল্পনা অনুসারে নির্মিত হয়
উত্তর :- টেনেসি
51. ভারতের কত শতাংশ জমি সেচসেবিত
উত্তর :- 64 শতাংশ
52. ভারতের একটি জলবিভাজিকার উদাহরণ দাও
উত্তর :- বিন্ধ পর্বত
53. ভারতের সম্বর হ্রদ একটি
উত্তর :- প্লায়া হ্রদ
54. গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত
উত্তর :-2525 কিমি
55. পশ্চিম বাহিনী নদী গুলোর মধ্যে দীর্ঘতম হল
উত্তর :- নর্মদা ।