নবম শ্রেণির ভূগোল পৃথিবীর গতিসমূহ অধ্যায়ের সমস্ত SAQ প্রশ্ন এবং উত্তর
প্রশ্নের মান - 1
1. মকর সংক্রান্তির দিন হল ?
উত্তর :- 22 ডিসেম্বর ।
2. নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত কোন দেশ ?
উত্তর :- নরওয়ে ।
3. জলবিষুবের দিনটি হলো ?
উত্তর:- 23 সেপ্টেম্বর ।
4. আন্টার্টিকা মহাদেশের গ্রীষ্মকাল শুরু হয় কোন মাসে ?
উত্তর:- ডিসেম্বর মাসে ।
5. পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন ?
উত্তর:- উপবৃত্তাকার ।
6. সূর্যের উত্তরায়ন এর শেষ হয় কবে ?
উত্তর:- 21 জুন ।
7. সারা বছর প্রায় দিন রাত সমান কোন অঞ্চলে
উত্তর:- নিরক্ষীয় অঞ্চলে ।
8. পৃথিবীর পরিক্রমণ এর গতিবেগ সেকেন্ডে প্রায় কত কিমি ?
উত্তর :- 30 কিমি ।
9. অপসুর অবস্থান এর সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে ?
উত্তর:- 15.20 কোটি কিমি ।
10. মহাবিষুব কোন তারিখে ?
উত্তর:- 21 মার্চ।
11. উত্তর গোলার্ধে সূর্যকে বড় দেখায় ?
উত্তর:- শীতকালে ।
12. দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় কোন তারিখে ?
উত্তর:- 22 ডিসেম্বর ।
13. বুধের পরিক্রমণ এর সময় কতদিন ?
উত্তর :- 88 দিন ।
14. নেপচুনের পরিক্রমণ কাল কত বছর ?
উত্তর:- 165 বছর ।
15. মেরু বিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত কিমি ?
উত্তর :- 0 কিমি ।
16. কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত কিমি ?
উত্তর:- 1547 কিমি ।
17. অনুসূর অবস্থানে উত্তর গোলার্ধে দেখা যায় ?
উত্তর:- শীতকালে ।
18. মকর সংক্রান্তিতে মকর ক্রান্তি রেখা সূর্য রশ্মির সর্বাধিক পতন কোন কত ডিগ্রী হয় ?
উত্তর:- 90°
19. মহাবিষুব হয় কবে ?
উত্তর:- 21 শে মার্চ তারিখে মহাবিষুব হয় ।
20. বিষুব কথার অর্থ কি ?
উত্তর :- বিষুব কথার অর্থ হল সমান দিন ও সমান রাত্রি ।
21. নিশিথ কথার অর্থ কি ?
উত্তর :- নিশিথ কথার অর্থ হল মধ্যরাত্রি ।

22. কোন অঞ্চলে একটানা 6 মাস রাত্রি থাকে ?
উত্তর :- মেরু অঞ্চলে একটানা 6 মাস রাত্রি থাকে ।
23. পৃথিবীর কোন গতির ফলে দিন রাত হয় ?
উত্তর :- আবর্তন গতির ফলে ।
24. পৃথিবীর কোন অঞ্চলে আবর্তন গতি বেগ সবচেয়ে কম ?
উত্তর:- মেরু অঞ্চলে ।
25. কোন তারিখটিকে জলবিষুব বলা হয় ?
উত্তর:- 23 সেপ্টেম্বর ।
26. পৃথিবীর কোন গতির ফলে জোয়ার ভাটা সংঘটিত হয় ?
উত্তর:- আবর্তন গতির ফলে ।
27. পৃথিবী গতিশীল ও সূর্য স্থির একথা কে প্রমাণ করেন ?
উত্তর:- গ্যালিলিও ।
28. কোন তারিখে উত্তর গোলার্ধের বৃহত্তম দিন হয় ?
উত্তর:- 21 জুন ।
29. অপসূর অবস্থানে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে সূর্যকে কেমন দেখায় ?
উত্তর :- ছোট দেখায় ।
30. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে ?
উত্তর:- পশ্চিম থেকে পূর্ব দিকে।
31. কোন দিন পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় ?
উত্তর:- 3 জানুয়ারি ।
32. 21 জুন কোথায় 24 ঘন্টা দিন হয় ?
উত্তর:- সুমেরু বিন্দুতে ।
33. স্যার আইজ্যাক নিউটন কত সালে পৃথিবীর গতির প্রমাণ দেন ?
উত্তর:- 1687 সালে ।
34. বৃহস্পতির আবর্তন কাল ও পরিক্রমণ কাল কত ?
উত্তর :- বৃহস্পতির আবর্তন কাল 9 ঘণ্টা 50 মিনিট এবং পরিক্রমণকাল 12 বছর ।
35. পৃথিবীর আবর্তন গতি না থাকলে কতদিন অন্তর কোনো স্থানে পৃথিবীতে জোয়ার ভাটা হতো ?
উত্তর:- 1
27 ---- দিন অন্তর ।
3
36. পৃথিবীতে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে প্রবাহমান বায়ুকে কি বলে ?
উত্তর :- নিয়তবায়ু ।
37. কোন অক্ষরেখার উষ্ণতা সবচেয়ে বেশি হয় ?
উত্তর:- নিরক্ষরেখায় ।
38. বিজ্ঞানের কোন শাখায় মহাকাশ নিয়ে আলোচনা করা হয় ?
উত্তর:- জ্যোতিবিজ্ঞান বা Astronomy.
39. সূর্যের আপাত বার্ষিক গতিকে কি বলা হয় ?
উত্তর:- রবিমার্গ ।
40. ঋতু পরিবর্তন হয় পৃথিবীর কোন গতির ফলে ?
উত্তর:- বার্ষিক গতির ফলে ।
41. কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না ?
উত্তর :- নিরক্ষীয় অঞ্চলে ।
42. সূর্যের আপাত উত্তরমুখী গতিকে কি বলে ?
উত্তর :- উত্তরায়ন ।
43. পৃথিবীর পরিক্রমণ বেগ ঘন্টায় কত কিমি ?
উত্তর:- 10,8000 কিমি ।
44. মহাকর্ষ সূত্র টি কে আবিষ্কার করেন ?
উত্তর :- মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন ।
45. পৃথিবীর আবর্তন গতির অপর নাম কি ?
উত্তর :- পৃথিবীর আবর্তন গতির অপর নাম হল আহ্নিক গতি ।
46. অহ্ন কথার অর্থ কি ?
উত্তর :- অহ্ন কথার অর্থ হল দিন ।