নবম শ্রেণির ইতিহাস বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অধ্যায়ের সমস্ত SAQ প্রশ্ন এবং উত্তর
1. নেপোলিয়ন বোনাপার্ট মেজর জেনারেল পদে উন্নতি হয়েছিলেন কবে ?
উত্তর :- অক্টোবরের ঘটনার পরে ।
2. নেপোলিয়ন ফ্রান্সের শাসনক্ষমতা দখল করেন কবে ?
উত্তর :- 1799 খ্রিস্টাব্দে ।
3. কনস্যুলেটের সংবিধান রচয়িতা ছিলেন কে ?
উত্তর:- আবে সিইয়েস ।
4. নেপোলিয়নের সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন ?
উত্তর:- 83 টি
5. ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় কাকে ?
উত্তর:- নেপোলিয়ন কে ।
6. পোড়ামাটির নীতি অনুসরণ করেন কে ?
উত্তর:- রুশরা ।
7. নেপোলিয়ান জার্মানি 300 টি রাজ্য ভেঙে কতগুলি রাজ্য গড়ে তোলেন ?
উত্তর:- 39 টি
8. টিলসিটের সন্ধি স্বাক্ষরিত কাদের মধ্যে ?
উত্তর :- ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ।
9. বরোডিনোর যুদ্ধে ফরাসি বাহিনীর বিরুদ্ধে সাফল্য দেখান কোন সেনাপতি ?
উত্তর:- কুতুজভ ।
10. সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন কে ?
উত্তর:- নেপোলিয়ন ।
11. রুশরা নেপোলিয়নের রুশ অভিযান ব্যর্থ করে দেয়ার জন্য যে নীতি প্রয়োগ করেন তা হল ?
উত্তর:- পোড়ামাটি নীতি ।
12. কোন ঘটনা দ্বারা ইংল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে পাল্টা অবরোধ ব্যবস্থা জারি করেছিল ?
উত্তর:- অর্ডার- ইন - কাউন্সিল ।
13. ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন ?
উত্তর :- নেপোলিয়ন বোনাপার্ট ।
14. কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয় ?
উত্তর:- 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয় ।
15. কবে কাদের মধ্যে নীলনদের যুদ্ধ হয় ?
উত্তর :- 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নীলনদের যুদ্ধ হয় ।
16. একজন রুশ সাহিত্যিকের নাম লেখো ?
উত্তর:- একজন রুশ সাহিত্যিক হলেন লিও টলস্টয় ।
17. আমি বিপ্লব আবার আমিই বিপ্লব কে ধ্বংস করেছি - এটি কার উক্তি?
উত্তর:- এই উক্তিটি হল নেপোলিয়নের ।
18. হোহেনলিন্ডেনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:- 1800 খ্রিস্টাব্দে ফ্রান্সে ও অস্ট্রিয়ার মধ্যে হোহেনলিন্ডেনের যুদ্ধ হয়েছিল ।
19. কে কবে কোড নেপোলিয়ান প্রবর্তক করেন ?
উত্তর:- ফরাসি সম্রাট নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন প্রবর্তক করেন ।
20. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন ?
উত্তর :- 1804 খ্রিস্টাব্দের 2 ডিসেম্বর ।
21. উলমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর :- ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে উলমের যুদ্ধ হয়েছিল 1805 খ্রিস্টাব্দে ।
22. কবে কাদের মধ্যে অস্টারলিতজের যুদ্ধ হয়েছিল ?
উত্তর :- 1805 খ্রিস্টাব্দে ফ্রান্স এবং অস্ট্রো যুগ্ম বাহিনীর মধ্যে অস্টারলিতজের যুদ্ধ হয়েছিল ।

23. নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ফ্রান্সের আইনসংহিতার সংকলন করেন ?
উত্তর :- নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে ফ্রান্সের আইনসংহিতার সংকলন করেন ।
24. নেপোলিয়ন স্পেনের সিংহাসনে কাকে বসান ?
উত্তর :- নেপোলিয়ন স্পেনের সিংহাসনে তার ভাই জোসেফকে বসান ।
25. কে কাদের দোকানদারের জাত বলে বিদ্রুপ করতেন ?
উত্তর :- নেপোলিয়ন বোনাপার্ট ইংরেজ দের দোকানদারের জাত বলে বিদ্রুপ করতেন ।
26. ওয়ার এন্ড পিস গ্রন্থটি কার রচনা ?
উত্তর :- ওয়ার এন্ড পিস গ্রন্থটি লিও তলস্তয় এর রচনা ।
27. বেলেনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
উত্তর :- 1808 খ্রিস্টাব্দে স্পেন ও ফ্রান্সের মধ্যে বেলেনের যুদ্ধ হয় ।
28. প্রথমে কারা কার বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ শুরু করে ?
উত্তর :- প্রথমে স্পেন ও পর্তুগাল ফ্রান্সের বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ শুরু করে ।
29. উপদ্বীপের কোন যুদ্ধে ফরাসি বাহিনী চূড়ান্ত পরাজয় ঘটে ।
উত্তর :- উপদ্বীপের ভিত্তরিয়ার যুদ্ধে (১৮১৩ খ্রি.) ফরাসি বাহিনীর চূড়ান্ত পরাজয় ঘটে ।
30. নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয় ?
উত্তর :- প্রথমে এলবা দ্বীপে এবং সবশেষে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন কে নির্বাসন দেয়া হয় ।
31. কবে কাদের মধ্যে ড্রেসডেন এর যুদ্ধ হয়েছিল ?
উত্তর :- 1813 খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ড্রেসডেন এর যুদ্ধ হয়েছিল ।
32. কবে কোন যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে ?
উত্তর :- 1815 খ্রিস্টাব্দে 18 জুন ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ানের চূড়ান্ত পরাজয় ঘটে ।
33. কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় ?
উত্তর :- লাইপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ করা হয় ।
34. নেপোলিয়ন বোনাপার্ট কে প্রথমবার কোথায় নির্বাসিত করা হয়েছিল ?
উত্তর :- নেপোলিয়ন বোনাপার্ট কে প্রথমবার এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল ।
35. পোড়ামাটির নীতি কি ?
উত্তর :- পোড়ামাটির নীতি হলো যুদ্ধের একপ্রকার রণকৌশল । এতে শত্রুদলের অগ্রগতির সময় নিজ দেশের সম্পদ ধ্বংস করে সেনাদের পিছু হটানো হয়।
36. নেপোলিয়ন এর বাবার নাম কি?
উত্তর :- কার্লো বোনাপার্ট ।
37. নেপোলিয়নের মায়ের নাম কি ?
উত্তর :- লেটিজিয়া ।
38. মহাদেশীয় অবরোধ প্রথা চালু হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর :- 1806 খ্রিস্টাব্দে ।
39. নেপোলিয়ানকে স্পেনের সিংহাসনে বসান কে ?
উত্তর :- জোসেফ বোনাপার্ট ।
40. ট্রাফালগারের যুদ্ধ সংঘটিত হয় কবে ?
উত্তর :- 1805 খ্রিস্টাব্দে ।
41. টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় কবে ?
উত্তর :- 1807 খ্রিস্টাব্দে ।
42. নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের সিংহাসনে বসেন কে ?
উত্তর :- অষ্টাদশ লুই ।
43. কোড নেপোলিয়ন ঘোষিত হয় কবে ?
উত্তর :- 1804 খ্রিস্টাব্দে ।

23. নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ফ্রান্সের আইনসংহিতার সংকলন করেন ?
উত্তর :- নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে ফ্রান্সের আইনসংহিতার সংকলন করেন ।
24. নেপোলিয়ন স্পেনের সিংহাসনে কাকে বসান ?
উত্তর :- নেপোলিয়ন স্পেনের সিংহাসনে তার ভাই জোসেফকে বসান ।
25. কে কাদের দোকানদারের জাত বলে বিদ্রুপ করতেন ?
উত্তর :- নেপোলিয়ন বোনাপার্ট ইংরেজ দের দোকানদারের জাত বলে বিদ্রুপ করতেন ।
26. ওয়ার এন্ড পিস গ্রন্থটি কার রচনা ?
উত্তর :- ওয়ার এন্ড পিস গ্রন্থটি লিও তলস্তয় এর রচনা ।
27. বেলেনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
উত্তর :- 1808 খ্রিস্টাব্দে স্পেন ও ফ্রান্সের মধ্যে বেলেনের যুদ্ধ হয় ।
28. প্রথমে কারা কার বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ শুরু করে ?
উত্তর :- প্রথমে স্পেন ও পর্তুগাল ফ্রান্সের বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ শুরু করে ।
29. উপদ্বীপের কোন যুদ্ধে ফরাসি বাহিনী চূড়ান্ত পরাজয় ঘটে ।
উত্তর :- উপদ্বীপের ভিত্তরিয়ার যুদ্ধে (১৮১৩ খ্রি.) ফরাসি বাহিনীর চূড়ান্ত পরাজয় ঘটে ।
30. নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয় ?
উত্তর :- প্রথমে এলবা দ্বীপে এবং সবশেষে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন কে নির্বাসন দেয়া হয় ।
31. কবে কাদের মধ্যে ড্রেসডেন এর যুদ্ধ হয়েছিল ?
উত্তর :- 1813 খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ড্রেসডেন এর যুদ্ধ হয়েছিল ।
32. কবে কোন যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে ?
উত্তর :- 1815 খ্রিস্টাব্দে 18 জুন ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ানের চূড়ান্ত পরাজয় ঘটে ।
33. কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় ?
উত্তর :- লাইপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ করা হয় ।
34. নেপোলিয়ন বোনাপার্ট কে প্রথমবার কোথায় নির্বাসিত করা হয়েছিল ?
উত্তর :- নেপোলিয়ন বোনাপার্ট কে প্রথমবার এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল ।
35. পোড়ামাটির নীতি কি ?
উত্তর :- পোড়ামাটির নীতি হলো যুদ্ধের একপ্রকার রণকৌশল । এতে শত্রুদলের অগ্রগতির সময় নিজ দেশের সম্পদ ধ্বংস করে সেনাদের পিছু হটানো হয়।
36. নেপোলিয়ন এর বাবার নাম কি?
উত্তর :- কার্লো বোনাপার্ট ।
37. নেপোলিয়নের মায়ের নাম কি ?
উত্তর :- লেটিজিয়া ।
38. মহাদেশীয় অবরোধ প্রথা চালু হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর :- 1806 খ্রিস্টাব্দে ।
39. নেপোলিয়ানকে স্পেনের সিংহাসনে বসান কে ?
উত্তর :- জোসেফ বোনাপার্ট ।
40. ট্রাফালগারের যুদ্ধ সংঘটিত হয় কবে ?
উত্তর :- 1805 খ্রিস্টাব্দে ।
41. টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় কবে ?
উত্তর :- 1807 খ্রিস্টাব্দে ।
42. নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের সিংহাসনে বসেন কে ?
উত্তর :- অষ্টাদশ লুই ।
43. কোড নেপোলিয়ন ঘোষিত হয় কবে ?
উত্তর :- 1804 খ্রিস্টাব্দে ।