মাধ্যমিক ভূগোল ছোট প্রশ্ন উত্তর অনুশীলন পত্র
বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে।
1. ক্ষয়সীমা ধারণার প্রবক্তা হলেন -
ক) গিলবার্ট
খ) চেম্বারলিন
গ) পাওয়েল
ঘ) ডেভিস
উত্তর -গিলবার্ট
2. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল -
ক) সিয়াচেন
খ ) ল্যাম্বার্ট
গ) ম্যালাসপিনা
ঘ ) হুবার্ড
উত্তর-ম্যালাসপিনা
3. বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল -
ক) ট্রপোস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার
গ) আয়নোস্ফিয়ার
ঘ) মেসোস্ফিয়ার
উত্তর -মেসোস্ফিয়ার
4. এল নিনোর বছরগুলিতে ভারতে মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ -
ক) কমে যায়
খ) বৃদ্ধি পায়
গ) মাঝারি মানের হয়
ঘ) 2 গুন হার বৃদ্ধি পায়
উত্তর -কমে যায়
5. গ্রেট গ্রীন ওয়াল কোন মরুর প্রসার রোধ করার জন্য দেওয়া হয়েছে -
ক) থর
খ) সাহারা
গ) আটাকামা
ঘ) সনেরাট
উত্তর -সাহারা
6. জনসংখ্যা 10,00,000 জন অতিক্রম করলে সেই অঞ্চলকে বলা হয় -
ক) মহানগর
খ) নগর
গ) শহর
ঘ) হ্যামলেট
উত্তর - মহানগর
7. বায়ুতে উপস্থিত জিবানু বজ্র জৈব পদার্থের বিশ্লেষণ ঘটলে তাকে বলে -
ক) কম্পোস্টিং
খ) কম্পাউন্ডিং
গ) লান্ডফিলিং
ঘ) ওভার ফিলিং
উত্তর - কম্পোস্টিং
8. ভারতে প্রথম পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছিল -
ক) হলদিয়ায়
খ) ভাদোদরায়
গ) ট্রম্বতে
ঘ) কয়ালিতে
উত্তর -ট্রম্বতে
9. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হল -
ক) IRS
খ) NASA
গ) SOI
ঘ) ISRO
উত্তর - ISRO
10. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র টি -
ক) অন্ধ্রপ্রদেশে
খ) পশ্চিমবঙ্গে
গ) কর্নাটকে
ঘ) কেরালায়
10. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র টি -
ক) অন্ধ্রপ্রদেশে
খ) পশ্চিমবঙ্গে
গ) কর্নাটকে
ঘ) কেরালায়
উত্তর -অন্ধ্রপ্রদেশে
11. ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে -
ক) কূপ ও নলকূপ
খ) জলাশয়
গ) খাল
ঘ) গভীর নলকূপ
উত্তর -কূপ ও নলকূপ
12. ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় -
ক) প্রশান্ত মহাসাগরে
খ)আটলান্টিক মহাসাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) সুমেরু মহাসাগরে
উত্তর -ভারত মহাসাগরে
13. ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্য সব চেয়ে বেশি -
11. ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে -
ক) কূপ ও নলকূপ
খ) জলাশয়
গ) খাল
ঘ) গভীর নলকূপ
উত্তর -কূপ ও নলকূপ
12. ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় -
ক) প্রশান্ত মহাসাগরে
খ)আটলান্টিক মহাসাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) সুমেরু মহাসাগরে
উত্তর -ভারত মহাসাগরে
13. ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্য সব চেয়ে বেশি -
ক)হরিয়ানা
খ) বিহার
গ) মেঘালয়
ঘ ) পশ্চিমবঙ্গে
খ) বিহার
গ) মেঘালয়
ঘ ) পশ্চিমবঙ্গে
উত্তর -মেঘালয়
14. যে ভূবৈচিত্রসূচক মানচিত্রে অক্ষাংশের বৃস্তিতি 4° × 4° সেই মানচিত্রের সূচক সংখ্যা -
ক) 73
খ) 73/C
গ) 731/c
ঘ) 73 d/10
উত্তর - 73
নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখাে।
14. যে ভূবৈচিত্রসূচক মানচিত্রে অক্ষাংশের বৃস্তিতি 4° × 4° সেই মানচিত্রের সূচক সংখ্যা -
ক) 73
খ) 73/C
গ) 731/c
ঘ) 73 d/10
উত্তর - 73
নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখাে।
1. গাঙ্গেয় ব-দ্বীপ প্রবাহে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়।
উত্তর - শু
2. ধাপচাষ পার্বত্য অঞ্চলের মৃত্তিকা ক্ষয় কমায়।
উত্তর - শু
3. কুয়াশা একটি অধঃক্ষেপণের রূপ নয়।
উত্তর - শু
উত্তর - শু
2. ধাপচাষ পার্বত্য অঞ্চলের মৃত্তিকা ক্ষয় কমায়।
উত্তর - শু
3. কুয়াশা একটি অধঃক্ষেপণের রূপ নয়।
উত্তর - শু
4. ভারতের “Back Bone of Industries" বলা হয় কার্পাস শিল্পকে।
উত্তর - অ
5. অমাবস্যা তিথিতে প্রতিযােগ হয়।
উত্তর - অ
6. ভারতের উপগ্রহ মানচিত্রের ক্ষুদ্রতম একক হল পিক্সেল।
উত্তর - অ
5. অমাবস্যা তিথিতে প্রতিযােগ হয়।
উত্তর - অ
6. ভারতের উপগ্রহ মানচিত্রের ক্ষুদ্রতম একক হল পিক্সেল।
উত্তর - শু
7. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল NH2।
উত্তর - অ
7. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল NH2।
উত্তর - অ
0 Comments