
দশম শ্রেণীর ভূগোল মডেল টেস্ট পেপার
বিভাগ - ক
১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে:
১.১ ভূমিরূপের সামঞ্জস্য বিধানের প্রক্রিয়াকে বলা হয় -
ক) পুঞ্জিত ক্ষয়
খ) ক্ষয়ীভবন
গ) পর্যায়ন
ঘ) নগ্নিভবন
উত্তর - পর্যায়ন
১.২ কোন নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতাে?
ক) নীল নদ
খ) গঙ্গা
গ) টেমস
ঘ) মিসিসিপি
উত্তর - মিসিসিপি
১.৩ ভারতের অন্তর্গত একটি পিরামিডচূড়া হল-
ক) নীলকণ্ঠ শৃঙ্গ
খ) নন্দাদেবী শৃঙ্গ
গ) কেদারনাথ শৃঙ্গ
ঘ) মাকালু শৃঙ্গ
উত্তর - নীলকণ্ঠ শৃঙ্গ
১.৪ নদীগর্ভে মন্থকূপ সৃষ্টি হয়-
ক) অবঘর্ষ প্রক্রিয়ায়
খ) অপসারণ প্রক্রিয়ায়
গ) ঘর্ষণ প্রক্রিয়ায়
ঘ) দ্রবণ প্রক্রিয়ায়
উত্তর - অবঘর্ষ প্রক্রিয়ায়
১.৫ অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলির নাম হল-
ক) সিফ বালিয়াড়ি
খ) মস্তক বালিয়াড়ি
গ) বারখান বালিয়াড়ি
ঘ) পুচ্ছ বালিয়াড়ি
উত্তর - বারখান বালিয়াড়ি
১.৬ ভারতে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ রূপায়িত হয়-
ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
খ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
উত্তর - ১৯৫৬ খ্রিস্টাব্দে
১.৭. ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হল -
ক) চন্ডিগড়
খ) লাডাক
গ) পুদুচেরি
ঘ) লাক্ষা দ্বীপপুঞ্জ
উত্তর - লাডাক
১.৮. উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল -
ক) লু
খ) কালবৈশাখী
গ) আধি
ঘ) পশ্চিমী ঝঞ্জা
উত্তর - আধি
১.৯ ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হল -
ক) মালাবার উপকূল
খ) কঙ্কন উপকূল
গ) উত্তর সরকার উপকূল
ঘ) করমন্ডল উপকূল
উত্তর - কঙ্কন উপকূল
১.১০ ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার অবস্থিত -
ক) দিল্লিতে
খ) হায়দ্রাবাদে
গ) যোধপুরে
ঘ) দেরুদুনে
উত্তর - যোধপুরে
১.১১ যে রাজ্য হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে প্রথম -
ক) হরিয়ানা
খ) পাঞ্জাব
গ) উত্তর প্রদেশ
ঘ) বিহার
উত্তর - পাঞ্জাব
১.১২ ভারতের একক বৃহত্তম শিল্পী হল -
ক) কার্পাস বয়ন
খ) লৌহ ইস্পাত
গ) পেট্রোরসায়ন
ঘ) ইঞ্জিনিয়ারিং
উত্তর - কার্পাস বয়ন
১.১৩ ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ রাজ্য হল -
ক) অরুণাচল প্রদেশ
খ) গোয়া
গ) সিকিম
ঘ) মিজোরাম
উত্তর - অরুণাচল প্রদেশ
১.১৪ ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় -
ক) রেলপথকে
খ) সড়কপথ কে
গ) আকাশপথ কে
ঘ) রোপওয়ে কে
উত্তর - রেলপথকে
বিভাগ - খ
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখাে :
২.১.১ নদীর বেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা ৬৪ গুণ বাড়ে।
উত্তর - শু
২.১.২ চলমান বালিয়াড়িকে বলা হয় ধান্দ।
উত্তর - অ
২.১.৩ বরফমুক্ত পর্বতচূড়াকে কল বলে।
উত্তর - অ
২.১.৪ ধাপচাষ পার্বত্য অঞ্চলে মৃত্তিকাক্ষয় কমায়।
উত্তর - শু
২.১.৫ কাশ্মীর উপত্যকায় পলিসজ্জিত উর্বর মাটি কারেওয়াতে জাফরান চাষ হয়।
উত্তর - শু
২.১.৬ ভারতের ইক্ষু রাজ্য বলা হয় কর্ণাটককে।
উত্তর - অ
২.১.৭. ২০১১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল উত্তরপ্রদেশ।
উত্তর - অ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে :
২.২.১ মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে_________।
উত্তর - ওয়াদি ।
২.২.২ ভারতের নবীনতম বন্দর হল______________।
উত্তর - পোর্ট ব্লেয়ার
২.২.৩ রাজ্য পুনর্গঠনের মূলভিত্তি ছিল___________।
উত্তর - ভাষা
২.২.৪ ___________শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার’ বলে।
উত্তর - কোয়েম্বাটোর
২.২.৫ জলপ্রপাতের তলদেশের গর্ত ________________ প্রক্রিয়ায় সৃষ্টি হয় ।
উত্তর - অবঘর্ষ
২.২.৬ মালাবার উপকূলের হ্রদগুলিকে __________________ বলে।
উত্তর - কয়াল
২.২.৭ ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব _____________ জন প্রতি বর্গকিমি।
উত্তর - ৩৮২
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও:
২.৩.১ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কী বলে ?
উত্তর - জলবিভাজিকা ।
২.৩.২ সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?
উত্তর - আর্গ
২.৩.৩ ন্যাপথা কোন্ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল ?
উত্তর - পেট্রো রাসায়নিক শিল্পের ।
২.৩.৪. ১০ লক্ষ জনসংখ্যাবিশিষ্ট নগরকে কী বলা হয়?
উত্তর - মহানগর/মিলিয়ন সিটি
২.৩.৫ ভারতের ব্যস্ততম সড়কপথের নাম কী?
উত্তর - গ্র্যান্ড ট্রাঙ্ক রোড
২.৩.৬ ভারতে কোন মৃত্তিকায় সর্বাধিক তুলাে চাষ হয়?
উত্তর - কৃষ্ণ মৃত্তিকায়
২.৩.৭ কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?
উত্তর - টেরিস