দশম শ্রেণীর ইতিহাস মডেল টেস্ট পেপার
বিভাগ - ক
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা:
১.১ অ্যানাল গােষ্ঠীর এক ঐতিহাসিক হলেন -
ক) রণজিৎ গুহ
খ) হার্বার্ট গুটম্যান
গ) ক্রিস্টোফার হিল
ঘ) ফার্নান্দ ব্লদেল
উত্তর - ঘ) ফার্নান্দ ব্লদেল
১.২ ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস-সংক্রান্ত গ্রন্থ -
ক) বৃহৎ বঙ্গ
খ) রাজতরঙ্গিনী
গ) অষ্টাধ্যায়ী
ঘ) রাসমালা
উত্তর - খ) রাজতরঙ্গিনী
১.৩ ভারতীয় রােমান-গ্রিক শিল্পরীতির সমন্বয়ে গড়ে ওঠা শিল্পরীতির নাম -
ক) অমরাবতী শিল্প
খ) সারনাথ শিল্প
গ) গান্ধার শিল্প
ঘ) সারাসেনীয় শিল্প
উত্তর -গ) গান্ধার শিল্প
১.৪ জীবনস্মৃতি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়-
ক) প্রবাসী পত্রিকায়
খ) ভারতী পত্রিকায়
গ) অমৃতবাজার পত্রিকায়
ঘ) দেশ পত্রিকায়
উত্তর - ক) প্রবাসী পত্রিকায়
১.৫ বাংলা ভাষায় ও বাঙালি প্রকাশনায় প্রথম সংবাদপত্র-
ক) বেঙ্গল গেজেট
খ) বাঙ্গাল গেজেটি
গ) সমাচার দর্পণ
ঘ) দিগদর্শন
উত্তর - খ) বাঙ্গাল গেজেটি
১.৬. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠাতা ছিলেন -
ক) ডেভিড ড্রামণ্ড
খ) রবার্ট মে
গ) আলেকজান্ডার ডাফ
ঘ) হাইড ইস্ট
উত্তর - গ) আলেকজান্ডার ডাফ
১.৭. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপচার্য -
ক) গুরুদাস বন্দোপাধ্যায়
খ) জেমস উলিয়াম কলভিল
গ) ডব্লু সি হ্যারি
ঘ) আশুতোষ মুখোপাধ্যায়
উত্তর - খ) জেমস উলিয়াম কলভিল
১.৮ নব্যবঙ্গ গােষ্ঠীর মুখপত্র ছিল
ক) পার্থেনন
খ) এথেনিয়াম
গ) ইংলিশম্যান
ঘ) তত্ত্ববােধিনী
উত্তর - খ) এথেনিয়াম
১.৯ ভারতীয় বনবিভাগ গঠিত হয়-
ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে
খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
উত্তর - গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
১.১০. পাইকান জমি ভােগ করত -
ক) চুয়াড়রা
খ) কোলরা
গ) মুন্ডারা
ঘ) সাঁওতালরা
উত্তর - ক) চুয়াড়রা
১.১১. মজনু শাহ ছিলেন -
ক) ওয়াহাবি আন্দোলনের নেতা
খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নেতা
গ) রংপুর বিদ্রোহের নেতা
ঘ) ফরাজি আন্দোলনের নেতা
উত্তর - খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নেতা
১.১২ নীলচুক্তি আইন রদ হয় -
ক) ১৮৬২ খ্রিস্টাব্দে
খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে
উত্তর - গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে
১.১৩ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহের মর্যাদা দেননি -
ক) সুশােভন সরকার
খ) রমেশচন্দ্র মজুমদার
গ) রজনীপাম দত্ত
ঘ) রণজিৎ গুহ
উত্তর - খ) রমেশচন্দ্র মজুমদার
১.১৪ হিন্দু মেলার মুখপত্র ছিল -
ক) ন্যাশনাল পেপার
খ) দ্য হিন্দু
গ) বেঙ্গলি
ঘ) হিন্দু প্যাট্রিয়ট
উত্তর - ক) ন্যাশনাল পেপার
১.১৫. উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন -
ক) রমেশচন্দ্র মজুমদার
খ) যদুনাথ সরকার
গ) অনিল শীল
ঘ) অমলেশ ত্রিপাঠী
উত্তর - গ) অনিল শীল
১.১৬ গোরা উপন্যাসটি প্রকাশিত হয় কবে -
ক) ১৯০৯ খ্রিস্টাব্দে
খ) ১৯১০ খিষ্টাব্দে
গ) ১৯১১ খিষ্টাব্দে
ঘ) ১৯১২ খিষ্টাব্দে
উত্তর - খ) ১৯১০ খিষ্টাব্দে
১.১৭ হাফটোন ব্লকের উদ্ভাবক -
ক) কিশােরীমােহন বাগচী
খ) পঞ্চানন কর্মকার
গ) উপেন্দ্রকিশাের রায়চৌধুরি
ঘ) চার্লস উইলকিন্স
উত্তর - গ) উপেন্দ্রকিশাের রায়চৌধুরি
১.১৮ ইন্ডিয়ান কেমিক্যাল সােসাইটির প্রতিষ্ঠাতা-
ক) আর্নেস্ট ম্যাকে
খ) প্রফুল্লচন্দ্র রায়
গ) মহেন্দ্রলাল সরকার
ঘ) নীলরতন সরকার
উত্তর - খ) প্রফুল্লচন্দ্র রায়
১.১৯ বেঙ্গল টেকনিকাল ইন্সটিটিউটের প্রথম অধ্যক্ষ-
ক) অরবিন্দ ঘােষ
খ) রাসবিহারী ঘােষ
গ) প্রমথনাথ বসু
ঘ) তারকনাথ পালিত
উত্তর - গ) প্রমথনাথ বসু
১.২০ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) রথীন্দ্রনাথ ঠাকুর
গ) জওহরলাল নেহেরু
ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তর - খ) রথীন্দ্রনাথ ঠাকুর
বিভাগ-খ
২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও
একটি বাক্যে উত্তর দাও:
২.১.১ সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর - কৃষ্ণ কুমার মিত্র
২.১.২ বঙ্গীয় নবজাগরণকে কে তথাকথিত নবজাগরণ বলেছেন?
উত্তর - অশোক মিত্র
২.১.৩ বিদ্রোহী রাজা নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর - ঈশান চন্দ্র রায়
২.১.৪ কলকাতা বিজ্ঞান কলেজ কবে স্থাপিত হয়?
উত্তর - ১৯১৪ খ্রিস্টাব্দে
ঠিক না ভুল নির্ণয় করাে:
২.২.১ ভারতে নিম্নবর্গীয় ইতিহাস রচনার পথিকৃৎ রণজিৎ গুহ।
উত্তর - ঠিক
২.২.২ জনশিক্ষা কমিটি ১৮৩৫ সালে গঠিত হয়।
উত্তর - ভুল
২.২.৩ ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা শাহ্ ওয়ালিউল্লাহ।
উত্তর - ভুল
২.২.৪ বন্দেমাতরম গানটির ইংরেজি অনুবাদক শ্রী অরবিন্দ।
উত্তর - ঠিক
ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও:
ক স্তম্ভ | খ স্তম্ভ |
---|---|
২.৩.১. ছেড়ে আসা গ্রাম | ১. টিপু গারো |
২.৩.২. নব্য বেদান্ত বাদ | ২. মদনমোহন তর্কালঙ্কার |
২.৩.৩. পাগলপন্থী বিদ্রোহ | ৩. দক্ষিণারঞ্জন বসু |
২.৩.৪. শিশু শিক্ষা | ৪. স্বামী বিবেকানন্দ |
উত্তর - ২.৩.১. ছেড়ে আসা গ্রাম - দক্ষিণারঞ্জন বসু ,
২.৩.২. নব্য বেদান্ত বাদ - স্বামী বিবেকানন্দ,
২.৩.৩. পাগলপন্থী বিদ্রোহ - টিপু গারো,
২.৩.৪. শিশুশিক্ষা - মদনমোহন তর্কালঙ্কার