ষষ্ঠ শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর পার্ট 5 এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক ।
ষষ্ঠ শ্রেণীর ইতিহাস নতুন 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5
১. বেমানান শব্দটি খুঁজে লেখো :
১.১. সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ
উত্তর - মহাকাব্য
১.২. ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাহ্মণ
উত্তর - গার্হস্থ্য
১.৩. বিদথ, সভা, সমিতি, রত্নিন
উত্তর - রত্নিন
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো
২.১. দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক।
উত্তর - সত্য
২.২. চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান।
উত্তর - মিথ্যা
২.৩. বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা।
উত্তর - মিথ্যা
৩. একটি বা দুটি বাক্যে লেখো :
৩.১. বেদের আরেক নাম শ্রুতি কেন ?
উত্তর - বেদ প্রথমদিকে লিখিত আকারে ছিল না। ঈশ্বরের বাণী মুনি-ঋষিরা মনে রাখতেন এবং তাদের কাছ থেকে শিষ্যরা শুনে শুনে মুখস্ত করতো। শুনে শুনে মনে রাখা হতো তাই বেদের আর এক নাম হলো শ্রুতি।
৩.২. জনপদ কী ?
উত্তর - প্রাচীনকালে বাংলায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় জনগণ বসবাস করত তাদের সমষ্টিকে জনপদ বলে।
৪. নিজের ভাষায় লেখো (৩-৪ টি বাক্যে) :
বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল ?
উত্তর - বৈদিক যুগের শুরুতে ব্যবসা-বাণিজ্যের তেমন চল ছিল না। সমস্ত মানুষই ছিলেন পশুপালক বা কৃষিজীবি। বৈদিক যুগের মধ্যবর্তী সময় থেকেই বেশি সমুদ্রপথে ব্যবসা-বাণিজ্যের সূত্রপাত হয়। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কথা জানা যায়। মূলত এই সময় ভারত থেকে বনৌষধি, তামা, চন্দন কাঠ, পশুচর্ম, হাতির দাঁত রপ্তানি হতো; আমদানি করা হতো সুগন্ধি, কাঁচ,টিন ইত্যাদি।