সপ্তম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর পার্ট 6 এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক ।
সপ্তম শ্রেণীর ভূগোল নতুন 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 September Model Activity Task
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১.১. 'পৃথিবীর ছাদ' যে মালভূমিকে বলা হয় সেটি হলো -
ক) ছোটোনাগপুর মালভূমি
খ) মালব মালভূমি
গ) পামীর মালভূমি
ঘ) লাদাখ মালভূমি
উত্তর - পামীর মালভূমি
১.২. নদীর উচ্চ প্রবাহে 'I' আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো-
ক) ভূমির ঢাল কম থাকা
খ) উপনদীর সংখ্যা বেশি থাকা
গ) নদীর নিম্নক্ষমতা বেশি হওয়া
ঘ) নদীর পার্শ্বক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া
উত্তর - নদীর নিম্নক্ষমতা বেশি হওয়া
১.৩. যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো -
ক) চুনাপাথর
খ) কাদা পাথর
গ) ব্যাসল্ট
ঘ) মার্বেল
উত্তর - মার্বেল
২. স্তম্ভ মেলাও
উত্তর -
ক স্তম্ভ | খ স্তম্ভ |
---|---|
২.১. কিলিমাঞ্জারো | iii. আগ্নেয় পর্বত |
২.২. গ্রানাইট | ii. নদীর মধ্যপ্রবাহ |
২.৩. মিয়েন্ডার | i. আগ্নেয় শিলা |
৩. সংক্ষিপ্ত উত্তর দাও
৩.১. ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো।
উত্তর -
মালভূমি | সমভূমি |
---|---|
সমুদ্রপৃষ্ঠ থেকে 300-600 মিটার উঁচু হয় । | সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম উচু হয় । |
মালভূমির চারপাশে খাড়া ঢাল যুক্ত ও উপরিভাগ তরঙ্গায়িত হয় । | সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচু বা সুমুদ্র সমতলের প্রায় সমতল হয় । |
উত্তর - নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ এই দুটি মূল উদ্দেশ্যে নীলনদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। তবে নদী বাঁধ নির্মাণের তৈরি করা হয়েছে । আরও অনেক উদ্দেশ্য থাকে । যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে করা হয় তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা
নীলনদের ওপর এরকম অনেক নদী পরিকল্পনা করা হয়েছে। পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন, জলপরিবহন, মাছ চাষ ইত্যাদি ।, আসোয়ান বাঁধ নির্মাণ এর ফলে বন্যার নিয়ন্ত্রণ আরও ভাল হয়ে যায়, সেচের জন্য জলের সরবরাহ বৃদ্ধি পায় এবং জলবিদ্যুৎ উৎপাদনের ফলে এটিকে মিশরের পরিকল্পিত শিল্পায়নের জন্য বাঁধ হিসেবে চিহ্নিত করা হয় ।
৪. মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে – বক্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর - i) মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও, মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করেছে ।
ii) কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন, ইতাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল । পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যারই কারণ হয়ে উঠছে। একদিকে কৃষিজমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে । অন্য দিকে সেচের জলের জোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে।
iii) শহর, শিল্পাঞ্চলের বর্জ্য জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে ।