ষষ্ঠ শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 February এর পার্ট 2 এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক ।
ষষ্ঠ শ্রেণীর ভূগোল নতুন 2022 February এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১. যে গ্রিক পণ্ডিত প্রথম পৃথিবীর গোলকাকৃতির কথা বলেন তিনি হলেন -
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) এরাটোস্থেনিস
(ঘ) ম্যাগেলান
উত্তর - অ্যারিস্টটল
১.২. ২৩ ১/২° ″ উঃ অক্ষরেখা যে নামে পরিচিত তা হলো-
(ক) কর্কটক্রান্তি রেখা
(খ) মকরক্রান্তি রেখা
(গ) সুমেরুবৃত্ত রেখা
(ঘ) নিরক্ষরেখা
উত্তর - কর্কটক্রান্তি রেখা
১.৩. পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে তার মান হলো-
(ক) ২৩°
(খ) ৯০°
(গ) ২৩ ১/২°
(ঘ) ৬৬ ১/২°
উত্তর - (ঘ) ৬৬ ১/২°
২.১ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো।
২.১.১ চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া বৃত্তাকৃতি হয় না।
উত্তর - ভুল
২.১.২ পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।
উত্তর - ভুল
২.২. একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.২.১ পৃথিবীর আকৃতি কীরকম হলে সব জায়গায় একই সময়ে সূর্যোদয় হতো?
উত্তর - পৃথিবী যদি টেবিলের মত চ্যাপ্টা সমতল হতো তাহলে ভূপৃষ্ঠের সর্বত্র একসময় সূর্যোদয় ও সূর্যাস্ত হতো।
২.২.২ পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সবদিকই দক্ষিণদিক হবে?
উত্তর - পৃথিবীর একেবারে উত্তর মেরুতে দাঁড়ালে সব দিক দক্ষিণ দিক হবে।
২.২.৩ গ্রীনিচের মান মন্দিরের ওপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমারেখার নাম লেখো।
উত্তর - লন্ডনের গ্রিনিচ মান মন্দির এর ( রয়্যাল অবজারভেটরি) ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘিমারেখা বা মূল মধ্যরেখা ( Prime Meridian) যার মান ০°।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটির নাম লেখো।
উত্তর - পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের' মাউন্ট এভারেস্ট' এবং সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের 'মারিয়ানা খাত'।
৩.২ নিরক্ষরেখার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
উত্তর - (১) নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে।
(২) নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ ৯০° কোন করে আছে ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
একটি বৃত্ত অঙ্কন করে তিনটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা চিহ্নিত করো।
উত্তর - বৃত্ত অঙ্কন
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :
‘পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো।’ — উক্তিটির যথার্থতা বিচার করো।
উত্তর - পৃথিবী নিজের অক্ষের চারদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর-নিচ কিছুটা চাপা, আর মাঝ বরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে 'পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো'। যাকে আমরা ইংরেজিতে যাকে আমরা জিয়ড বলে থাকি ।